রুশ হামলার জেরে ইউক্রেনের একাধিক শহরে এখন বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে৷ পানীয় জল, খাবারের সঙ্কটও দেখা দিয়েছে৷ যুদ্ধবিরতি লঙ্ঘন করায় মারিওপোল শহর থেকে সাধারণ মানুষকে বের করে নিয়ে আসার চেষ্টাও ব্যর্থ হয়েছে৷ গোলাগুলির মধ্যে পড়ে নিরীহ বহু মানুষই প্রাণ হারাচ্ছেন৷ তবু যুদ্ধ থামছে না৷
আরও পড়ুন: কিভের কাছে ধ্বংস রুশ ট্যাঙ্ক, যন্ত্রাংশ খুলে উল্লাস ইউক্রেনের বাসিন্দাদের
advertisement
ইউক্রেন সেনা জানিয়েছে, মিইকোলাইভ শহরে তাদের সঙ্গে রুশ বাহিনীর তীব্র সংঘর্ষ চলছে৷ কারণ এই শহরে ঢুকে পড়তে পারলে ইউক্রেনের সর্ববৃহৎ বন্দর ওডেসাও রুশ বাহিনীর দখলে চলে আসবে৷ এ দিনই রাশিয়ার মিসাইল হামলায় মধ্য ইউক্রেনের ভিনিৎসিয়া বিমানবন্দর ধ্বংস হয়ে গিয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি৷
আরও পড়ুন: রাশিয়াকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাক ভারত! আর্জি ইউক্রেনের বিদেশ মন্ত্রী দিমিত্রো কুলেবার
যুদ্ধ বন্ধের দাবিতে রাশিয়াতেও আওয়াজ উঠছে৷ ইউক্রেনে আক্রমণ বন্ধের দাবিতে প্রতিবাদ করায় রাশিয়া জুডে প্রায় ৪৬০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর৷ যুদ্ধের প্রভাব ভাল ভাবে পড়তে শুরু করেছে রাশিয়াতেও৷ পশ্চিমী নিষেধাজ্ঞার আশঙ্কায় যাতে কালোবাজারি শুরু না হয়, তার জন্য দোকান থেকে অত্যাবশ্যকীয় এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী সীমিত পরিমাণে বিক্রির নির্দেশ জারি করা হয়েছে৷
রাশিয়ার আক্রমণ থেকে বাঁচতে এ দিন ফের রাষ্ট্রপুঞ্জের শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে ইউক্রেন৷ কিন্তু পুতিনের সাফ কথা, হয় মধ্যস্থতা নাহলে যুদ্ধ করে নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছবেন তিনি৷