গত কয়েক দিনে ফের নতুন করে ইউক্রেনে হামলা চালাতে শুরু করেছে রুশ সেনা৷ ইতিমধ্যেই প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়েছেন পুতিন৷ শুক্রবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় রুশ প্রেসিডেন্ট বলেন, 'কোনও ভাবে যদি ন্যাটো বাহিনী রাশিয়ার সেনার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ায়, তাহলে গোটা বিশ্বে বিপর্যয় নেমে আসবে৷ আশা করি, যাঁরা এ সব কথা বলছেন, এর ফল কী হতে পারে সেটা তাঁরাও ভাল ভাবেই বোঝেন৷'
advertisement
আরও পড়ুন: জিনপিংয়ের একনায়কতন্ত্রের অবসানে হঠাৎ বিক্ষোভ বেজিংয়ের রাস্তায়, ধামাচাপা দিতে মরিয়া চিন
গত এক মাসে ইউক্রেনের চারটি অঞ্চলের দখল নিয়েছে রাশিয়া৷ এই আগ্রাসী মনোভাবের নিন্দা করেছে রাষ্ট্রসংঘও৷ মঙ্গলবার জি- ৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির পক্ষ থেকে হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি বিবৃতিতে দিয়ে বলা হয়, রাশিয়া সত্যিই পরমাণু অস্ত্রের ব্যবহার করলে তাঁর পরিণতি হবে ভয়ঙ্কর৷
জি-৭ গোষ্ঠীর সদস্য আমেরিকা, যুক্তরাজ্য, জার্মানি, ইটালি, কানাডা, ফ্রান্স এবং জাপানের পক্ষ থেকে পুতিনের পরমাণু অস্ত্রের হুঁশিয়ারির নিন্দা করে বলা হয়, 'ইচ্ছাকৃত ভাবে উত্তেজনা বাড়ানোর জন্য রাশিয়ার আগ্রাসী পদক্ষেপ এবং দায়িত্বজ্ঞানহীন ভাবে পরমাণু অস্ত্রের ব্যবহারের হুমকির নিন্দা করছি আমরা৷ রাশিয়া যদি কোনও রাসায়ণিক, জৈব বা পারমাণবিক অস্ত্রের ব্যবহার করে, তার ফল যে ভয়ঙ্কর হবে সে কথা মনে করিয়ে দিতে চাই আমরা৷'