Protest in China against Xi Jingping: জিনপিংয়ের একনায়কতন্ত্রের অবসানে হঠাৎ বিক্ষোভ বেজিংয়ের রাস্তায়, ধামাচাপা দিতে মরিয়া চিন

Last Updated:

দু' দিন বাদেই চিনা কমিউনিস্ট দলের পার্টি কংগ্রেস শুরু হবে৷ এই পার্টি কংগ্রেসেই তৃতীয় বারের জন্য চিনের প্রেসিডেন্ট পদে জিনপিংয়ের নির্বাচিত হওয়ার কথা৷

চিনের রাস্তায় শি জিনপিং বিরোধী বিক্ষোভ৷ Photo- CNN
চিনের রাস্তায় শি জিনপিং বিরোধী বিক্ষোভ৷ Photo- CNN
#বেজিং: শি জিনপিংয়ের একনায়তান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিরল বিক্ষোভ দেখা গেল চিনের রাজধানী বেজিংয়ে৷ ভোটের মাধ্যমে শি জিনপিংয়ের উত্তরাধিকারী বেছে নেওয়ার আবেদন জানিয়ে বড় বড় ব্যানারও দেখা যায় বিক্ষোভ চলাকালীন৷ দ্রুত এই বিক্ষোভের ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে৷ যদিও চিনের সব সামাজিক মাধ্যম থেকে এই বিক্ষোভের ছবি, ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে৷
দু' দিন বাদেই চিনা কমিউনিস্ট দলের পার্টি কংগ্রেস শুরু হবে৷ এই পার্টি কংগ্রেসেই তৃতীয় বারের জন্য চিনের প্রেসিডেন্ট পদে জিনপিংয়ের নির্বাচিত হওয়ার কথা৷ তার ঠিক আগে মূলত জিনপিং সরকারের কঠোর কোভিড নিয়ন্ত্রণ নীতির বিরোধিতা করেই এই বিক্ষোভ প্রদর্শিত হয়৷
advertisement
advertisement
বেজিংয়ের সিটং সেতুতে ঝুলিয়ে দেওয়া হয় দু'টি বড় বড় ব্যানার৷ তার মধ্যে একটি ব্যানারে লেখা ছিল, 'কোভড পরীক্ষায় না বলুন৷ খাবার দাবি করুন৷ লকডাউন মানবেন না, স্বাধীনতা চান৷ মিথ্যেকে সমর্থন নয়, আত্মসম্মানের পক্ষে থাকুন৷ কোনও সাংস্কৃত আন্দোলন নয়, সংস্কারের পক্ষে আওয়াজ তুলুন৷ মহান কোনও নেতাকে সমর্থন নয়, ভোটের পক্ষে মত দিন৷ ক্রীতদাস হয়ে থাকবেন না, নাগরিক হিসেব বাঁচুন৷'
advertisement
advertisement
অন্য একটি ব্যানারে লেখা ছিল, 'ধর্মঘট করুন, একনায়ক এবং জাতীয় বিশ্বাসঘাতক শি জিনপিং-কে ক্ষমতাচ্যুত করুন৷'
শি জিনপিংয়ের একনায়তান্ত্রিক শাসনের অবসান চেয়ে একাধিক ছবি এবং ব্যানার ঝোলানো হয়৷ সঙ্গে সঙ্গে সেই সমস্ত পোস্টার, ব্যানারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ চিনের নাগরিকদের মধ্যেও জোর চর্চা শুরু হয়৷
advertisement
এই ঘটনা প্রকাশ্যে আসতেই চিনের পুলিশ- প্রশাসন তা ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠে৷ একদিকে চিনা প্রশাসন যাবতীয় সামাজিক মাধ্যম এবং সংবাদমাধ্যম থেকে এই বিক্ষোভ সংক্রান্ত ছবি, খবর সরাতে তৎপর হয় ওঠে৷ অন্যদিকে চিনা পুলিশ দাবি করে, এমন কোনও ঘটনাই ঘটেনি৷
যে ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই বিক্ষোভের ছবি পোস্ট করা হয়েছিল, তার কয়েকটিকে ব্লকও করে দেওয়া হয়৷ ২০১২ সালে প্রথমবার ক্ষমতায় আসেন শি জিনপিং৷ আগামী রবিবার পার্টি কংগ্রেস শেষে দলের নেতা হিসেবে তৃতীয় বারের জন্য প্রেসিডেন্ট পদে বসার কথা তাঁর৷ এই মুহূর্তে অতিমারী নিয়ন্ত্রণ নীতির অংশ হিসেবে লক্ষ লক্ষ মানুষকে কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করেছে শি জিনপিং সরকার৷ যা নিয়ে চিনের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Protest in China against Xi Jingping: জিনপিংয়ের একনায়কতন্ত্রের অবসানে হঠাৎ বিক্ষোভ বেজিংয়ের রাস্তায়, ধামাচাপা দিতে মরিয়া চিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement