Man Eater: খোঁজ মিলল কেরলে, বাংলাদেশেও মিলেছিল এক ভয়ঙ্কর নরখাদকের খোঁজ! জানলে শিউরে উঠবেন সেই ঘটনা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Man Eater: বাংলাদেশের ভয়ঙ্কর নরখাদক খলিলুল্লাহ'র কথা অনেকেরই মনে আছে। ১৯৭৫ সালের ৩ এপ্রিল। স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত এক খবর পড়ে শিউরে উঠেছিল গোটা বাংলাদেশ।
অর্থ, যশ, প্রতিপত্তি লাভের আশায় গ্রামের দুই মহিলাকে বলি দেওয়ার অভিযোগ! বলি দেওয়ার সময় দেওয়ালে এবং মেঝেতে ছিটকে পড়া যাওয়া চাপ চাপ রক্তই ব্ল্যাক ম্যাজিকে শুভ ইঙ্গিতবাহী! কেরলের প্রত্যন্ত গ্রামের এই নৃশংস ঘটনায় ফুঁসছে গোটা দেশ। পুলিশি জেরায় অভিযুক্তেরা জানিয়েছে, বলির দেওয়ার পরে দুই মহিলার দেহ টুকরো টুকরো করে কেটে পাঠানামথিত্তার এলানতুর গ্রামে বাড়ির পিছনে পুঁতে দেওয়া হয়। এমনকি শাফির কথামতো বলির সেই নরমাংস খানিকটা রান্না করে খেয়েছিল অভিযুক্ত দম্পতি।
advertisement
তবে, এর আগেও নানা সময়ে নরখাদকের সন্ধান মিলেছে। বাংলাদেশের ভয়ঙ্কর নরখাদক খলিলুল্লাহ'র কথা অনেকেরই মনে আছে। ১৯৭৫ সালের ৩ এপ্রিল। স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত এক খবর পড়ে শিউরে উঠেছিল গোটা বাংলাদেশ। ছবিতে দেখা যায় এক যুবক মরা একটি লাশের চেরা বুক থেকে কলিজা বের করে খাচ্ছে! 'সে মরা মানুষের কলজে মাংস খায়!' শিরোনামে খবরটি ছাপা হওয়ার পর টনক নড়ে কর্তৃপক্ষের। অবশেষে গ্রেপ্তার করা হয় খলিলুল্লাহ নামের ওই নরখাদককে। মানসিক চিকিৎসার জন্য পাঠানো হয় পাবনা মানসিক হাসপাতালে। ২০০৫ সালে মারা যায় সে।
advertisement
এ তো গেল বাংলাদেশের কথা, সারা পৃথিবী জুড়েই নরখাদকদের সন্ধান পাওয়া গেছে। তাদের পাওয়া গেছে ফিজি, আমাজন অববাহিকা, আফ্রিকার কঙ্গোতে। এমন কী নিউজিল্যান্ডের মাওরি জনগোষ্ঠীর মধ্যে মিলেছে নরখাদকের সন্ধান। ইউরোপের হল্যান্ডেও সন্ধান পাওয়া গেছে। শোনা যায় উগান্ডার স্বৈরাচারী রাষ্ট্রনায়ক ইদি আমিনও নাকি নরখাদক ছিলেন।
advertisement
ষাটের দশকে পাপুয়া নিউগিনির এসব লোকের মধ্যে ‘কুরু’ নামের একটি রোগ ভীষণভাবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে নারীদের মধ্যে। এই রোগ হলে আক্রান্তদের প্রথমে নড়াচড়া ও কথা বলায় সমস্যা হতে থাকে। এক পর্যায়ে তারা হাঁটা চলার সামর্থও হারিয়ে ফেলে এবং শেষে মারা যায়। রোগটার কারণ ঠিক স্পষ্ট ছিল না। তবে বোঝা যাচ্ছিল, যেসব এলাকায় মানুষ খাওয়ার প্রথা আছে সেসব এলাকায় রোগের প্রকোপ বেশি।
advertisement