TRENDING:

Russia Ukraine Tension: ইউক্রেনে যুদ্ধ চায় না রাশিয়া, বড় দাবি পুতিনের! আমেরিকার সঙ্গে আলোচনার বার্তা

Last Updated:

মঙ্গলবারই রাশিয়ার তরফে দাবি করা হয়, ইউক্রেন সীমান্তে মোতায়েন করা তাদের বাহিনীর একটা অংশকে ঘাঁটিতে ফিরিয়ে আনা হচ্ছে (Russia Ukraine Crisis)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মস্কো: গত কয়েক সপ্তাহ ধরেই ইউক্রেন সীমান্তে বিপুল সংখ্যায় সেনা মোতায়েন করেছে রাশিয়া (Russia Ukraine Tension)৷ রাশিয়ার সেনা যে কোনও সময় ইউক্রেনে অভ্যুত্থান চালাতে পারে বলেও আন্তর্জাতিক মহলে আশঙ্কা তৈরি হয়েছে৷ রাশিয়ার (Russia) মনোভাব নিয়ে আমেরিকা সহ বিশ্বের একাধিক বড় শক্তি উদ্বেগও প্রকাশ করেছে৷
এও জানানো হয়েছে, ভারতীয় শিক্ষার্থীদের চার্টার ফ্লাইটের আপডেটের জন্য সংশ্লিষ্ট কো-অর্ডিনেটরদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং যেকোনো আপডেটের জন্য  ফেসবুক, ওয়েবসাইট এবং টুইটারে চোখ রাখতে বলা হচ্ছে।
এও জানানো হয়েছে, ভারতীয় শিক্ষার্থীদের চার্টার ফ্লাইটের আপডেটের জন্য সংশ্লিষ্ট কো-অর্ডিনেটরদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং যেকোনো আপডেটের জন্য ফেসবুক, ওয়েবসাইট এবং টুইটারে চোখ রাখতে বলা হচ্ছে।
advertisement

এ দিন সংবাদসংস্থা এএফপি-কে দেওয়া প্রতিক্রিয়ায় পুতিন (Vladimir Putin on Ukraine Crisis) বলেন, 'প্রশ্ন হল আমরা যুদ্ধ চাই না চাই না? অবশ্যই চাই না সেই কারণেই আমরা মধ্যস্থতার প্রস্তাব সামনে নিয়ে এসেছি৷' মস্কোয় জার্মান চান্সেলর ওলার স্কোলজের সঙ্গে বৈঠকের পর এ দিন সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন পুতিন৷

আরও পড়ুন: দফায়, দফায় বৈঠকের পরেও কমছে না উত্তেজনা, ইউক্রেনের তিনদিক ঘিরেছে রাশিয়া

advertisement

জার্মান চান্সেলরও স্বীকার করে নেন, কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমেই ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি এড়ানো সম্ভব৷ এ বিষয়ে রাশিয়ার সঙ্গে জার্মানি সহমত পোষণ করে৷

আরও পড়ুন: মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়তে নির্দেশ আমেরিকার, রাশিয়া নিয়ে চরম সতর্কতা

পুতিন এ দিন স্পষ্ট করে দিয়েছেন, রাশিয়া যুদ্ধের বিপক্ষে৷ কিন্তু ইউক্রেনের নিরাপত্তা নিয়ে মার্কিন এবং ন্যাটো বাহিনী যে অবস্থান নিয়েছে, তা যে রাশিয়া মেনে নেবে না, পরোক্ষে তাও বুঝিয়ে দিয়েছেন পুতিন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

মঙ্গলবারই রাশিয়ার তরফে দাবি করা হয়, ইউক্রেন সীমান্তে মোতায়েন করা তাদের বাহিনীর একটা অংশকে ঘাঁটিতে ফিরিয়ে আনা হচ্ছে৷ গত এক সপ্তাহ ধরে ইউক্রেন সীমান্তে পুরোদস্তুর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল রাশিয়ার সেনা৷ প্রায় এক লক্ষ তিরিশ হাজার সেনা দিয়ে ইউক্রেনকে ঘিরে ফেলেছিল রাশিয়া৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia Ukraine Tension: ইউক্রেনে যুদ্ধ চায় না রাশিয়া, বড় দাবি পুতিনের! আমেরিকার সঙ্গে আলোচনার বার্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল