এ দিন সংবাদসংস্থা এএফপি-কে দেওয়া প্রতিক্রিয়ায় পুতিন (Vladimir Putin on Ukraine Crisis) বলেন, 'প্রশ্ন হল আমরা যুদ্ধ চাই না চাই না? অবশ্যই চাই না সেই কারণেই আমরা মধ্যস্থতার প্রস্তাব সামনে নিয়ে এসেছি৷' মস্কোয় জার্মান চান্সেলর ওলার স্কোলজের সঙ্গে বৈঠকের পর এ দিন সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন পুতিন৷
আরও পড়ুন: দফায়, দফায় বৈঠকের পরেও কমছে না উত্তেজনা, ইউক্রেনের তিনদিক ঘিরেছে রাশিয়া
advertisement
জার্মান চান্সেলরও স্বীকার করে নেন, কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমেই ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি এড়ানো সম্ভব৷ এ বিষয়ে রাশিয়ার সঙ্গে জার্মানি সহমত পোষণ করে৷
আরও পড়ুন: মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়তে নির্দেশ আমেরিকার, রাশিয়া নিয়ে চরম সতর্কতা
পুতিন এ দিন স্পষ্ট করে দিয়েছেন, রাশিয়া যুদ্ধের বিপক্ষে৷ কিন্তু ইউক্রেনের নিরাপত্তা নিয়ে মার্কিন এবং ন্যাটো বাহিনী যে অবস্থান নিয়েছে, তা যে রাশিয়া মেনে নেবে না, পরোক্ষে তাও বুঝিয়ে দিয়েছেন পুতিন৷
মঙ্গলবারই রাশিয়ার তরফে দাবি করা হয়, ইউক্রেন সীমান্তে মোতায়েন করা তাদের বাহিনীর একটা অংশকে ঘাঁটিতে ফিরিয়ে আনা হচ্ছে৷ গত এক সপ্তাহ ধরে ইউক্রেন সীমান্তে পুরোদস্তুর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল রাশিয়ার সেনা৷ প্রায় এক লক্ষ তিরিশ হাজার সেনা দিয়ে ইউক্রেনকে ঘিরে ফেলেছিল রাশিয়া৷