TRENDING:

Viral Video: সাংঘাতিক ! মেট্রো স্টেশনে মহিলাকে পিছন থেকে ধাক্কা মেরে রেললাইনে ফেলে দিল যুবক ! তারপর ?

Last Updated:

Man deliberately pushes woman in front of train: ট্রেনটি প্ল্যাটফর্মে যখন ঢুকে পড়েছে, ঠিক সেই সময় পিছন থেকে আচমকা এসে মহিলাকে সজোরে ধাক্কা মারে এক যুবক ৷ টাল সামলাতে না পেরে সোজা রেললাইনে গিয়ে পড়েন ওই মহিলা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্রাসেলস: মাত্র ৩০ সেকেন্ডের ভিডিও (Viral video) ৷ কিন্তু ভয় ধরিয়ে দেওয়ার জন্য ওইটুকু ভিডিওই যথেষ্ট ৷ ঘটনাটি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি মেট্রো স্টেশনে ঘটেছে ৷ যেখানে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এক মহিলাকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে লাইনে ফেলে দেয় এক যুবক ৷ ঠিক সময় ট্রেনের চালক ট্রেনটি এমার্জেন্সি ব্রেক কষে থামানোয় এ যাত্রায় কোনওমতে প্রাণে বেঁচে গিয়েছেন ওই মহিলা (Man deliberately pushes woman in front of train) ৷
Photo: Twitter
Photo: Twitter
advertisement

আরও পড়ুন- কন্ডোমে রেড হট সস ব্যবহারের ট্রেন্ড ডেকে আনছে সর্বনাশ, সতর্কতা জারি চিকিৎসকদের!

ঘটনাটির সিসিটিভি ফুটেজ দেখে আঁতকেই উঠতে হয় ৷ দেখা যায় প্ল্যাটফর্মে মেট্রোর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন এক মহিলা ৷ বাকি যাত্রীরাও দাঁড়িয়ে ছিলেন সেখানে ৷ ট্রেনটি প্ল্যাটফর্মে যখন ঢুকে পড়েছে, ঠিক সেই সময় পিছন থেকে আচমকা এসে মহিলাকে সজোরে ধাক্কা মারে এক যুবক ৷ টাল সামলাতে না পেরে সোজা রেললাইনে গিয়ে পড়েন ওই মহিলা ৷ আর একটু হলেই ট্রেনের চাকার তলায় কাটা পড়তেন ওই মহিলা ! গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ায় তা দেখে পড়ে চমকেই উঠেছেন প্রত্যেকে ৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপকভাবে ভাইরাল (Viral Video) ৷

advertisement

আরও পড়ুন-বাড়ি ফিরে ক্লান্ত হয়ে পড়তেন, তাই মনের মানুষকে উপহার হিসেবে দিলেন নতুন প্রেমিকা!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

The Brussels Times-এর খবর অনুযায়ী মহিলাকে রেললাইনে পড়ে যেতে আগেই দেখতে পারেন ট্রেনের চালক ৷ সেইসময় এমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি থামান তিনি ৷ ওই মহিলাকে ঘটনার পর রেললাইন থেকে তুলে এনে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অভিযুক্ত যুবক যে মহিলাকে ধাক্কা মারে, সে সেইসময় স্টেশন থেকে পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে ধরে ফেলে ৷ কেন সে এমন ঘটনা ঘটাল, তা তদন্ত করে দেখছে পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: সাংঘাতিক ! মেট্রো স্টেশনে মহিলাকে পিছন থেকে ধাক্কা মেরে রেললাইনে ফেলে দিল যুবক ! তারপর ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল