আরও পড়ুন- কন্ডোমে রেড হট সস ব্যবহারের ট্রেন্ড ডেকে আনছে সর্বনাশ, সতর্কতা জারি চিকিৎসকদের!
ঘটনাটির সিসিটিভি ফুটেজ দেখে আঁতকেই উঠতে হয় ৷ দেখা যায় প্ল্যাটফর্মে মেট্রোর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন এক মহিলা ৷ বাকি যাত্রীরাও দাঁড়িয়ে ছিলেন সেখানে ৷ ট্রেনটি প্ল্যাটফর্মে যখন ঢুকে পড়েছে, ঠিক সেই সময় পিছন থেকে আচমকা এসে মহিলাকে সজোরে ধাক্কা মারে এক যুবক ৷ টাল সামলাতে না পেরে সোজা রেললাইনে গিয়ে পড়েন ওই মহিলা ৷ আর একটু হলেই ট্রেনের চাকার তলায় কাটা পড়তেন ওই মহিলা ! গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ায় তা দেখে পড়ে চমকেই উঠেছেন প্রত্যেকে ৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপকভাবে ভাইরাল (Viral Video) ৷
advertisement
আরও পড়ুন-বাড়ি ফিরে ক্লান্ত হয়ে পড়তেন, তাই মনের মানুষকে উপহার হিসেবে দিলেন নতুন প্রেমিকা!
The Brussels Times-এর খবর অনুযায়ী মহিলাকে রেললাইনে পড়ে যেতে আগেই দেখতে পারেন ট্রেনের চালক ৷ সেইসময় এমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি থামান তিনি ৷ ওই মহিলাকে ঘটনার পর রেললাইন থেকে তুলে এনে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অভিযুক্ত যুবক যে মহিলাকে ধাক্কা মারে, সে সেইসময় স্টেশন থেকে পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে ধরে ফেলে ৷ কেন সে এমন ঘটনা ঘটাল, তা তদন্ত করে দেখছে পুলিশ ৷