সিংহটি এতটাই ছটফট করছিল, যেন দেখে মনে হচ্ছে সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে সেটি ৷ কোলে করে কুকুর-বিড়াল নিয়ে যেতে অনেককেই দেখা যায় ৷ কিন্তু তাই বলে বাঘ বা সিংহ (Viral Video) !
আরও পড়ুন-ডেট করতে আসা মহিলাকে ফেলে পালিয়ে গেলেন প্রেমিক, কারণ জানাজানি হতেই হতবাক সকলে!
কিন্তু মহিলাও নাছোড়। যত নড়নচড়ন, ততই সিংহকে জাপটে ধরার চেষ্টা করতে দেখা গেল তাঁকে। মাঝেমধ্যে সিংহটি থাবা মারার চেষ্টা করছিল। কিন্তু মহিলা সেটাও সামলে নিচ্ছিলেন। কয়েক সেকেন্ডেরই ভিডিও (Viral Video) ৷ কিন্তু তা দেখেই সবাই চমকে উঠেছেন ৷ রাতের রাস্তায় এটা হচ্ছে কী !
advertisement
জানা গিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি কুয়েতের। খাঁচা ছেড়ে পালিয়েছিল সিংহটি বলেই মনে করা হচ্ছে ৷ যার মালিক ওই মহিলা ৷ শেষপর্যন্ত সিংহটিকে ধরতে আসরে নামেন নিজেই ৷ আর একবার ধরার পর আর ছাড়েননি ৷ একেবারে জাপটে কোলে করে নিয়ে চলে যান যথাস্থানে ৷ কিন্তু সিংহটি কিছুতেই যেতে চাইছিল না ৷ খাঁচায় ফিরতে চাইছিল না সে ৷