TRENDING:

Viral Video: আকাশ ফালাফালা করে বিদ্যুতের রেখা, ফ্লোরিডার সমুদ্রে সাক্ষাৎ জল দৈত্য, ভয়ের ভিডিও ভাইরাল

Last Updated:

ফ্লোরিডার উপকূলে হঠাৎই আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে যায়৷ ইনস্টাগ্রামে সকাল ৭ টা তে boo_freeman নামের অ্যাকাউন্ট থেকে আপলোড হওয়ার পরেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ফ্লোরিডা: জলের মধ্যে যেন সাক্ষাৎ মৃত্যু৷ নাকি সাহিত্যে যাকে যমদূত বলে তারই প্রত্যক্ষ রূপ৷ ফ্লোরিডা উপকূলে মঙ্গলবার সকালে দেখা গেল সমুদ্রের মধ্যে সুবিশাল জলস্তম্ভ৷ দক্ষিণ পশ্চিম ফ্লোরিডার উপকূল এলাকা একেবারে ভয়ে কেঁপে গেল৷ সোশ্যাল মিডিয়ায় জলের ওপর তৈরি ভয়াবহ পরিস্থিতির ভিডিও আসার সঙ্গে সঙ্গেই ভাইরাল ভিডিও   (Viral Video)৷
viral video of massive waterspout - Photo Courtesy- Instagram Video Grab
viral video of massive waterspout - Photo Courtesy- Instagram Video Grab
advertisement

ফ্লোরিডার উপকূলে হঠাৎই আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে যায়৷ ইনস্টাগ্রামে সকাল ৭ টা তে boo_freeman নামের অ্যাকাউন্ট থেকে আপলোড হওয়ার পরেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি৷

ডেস্টিন বিচের এই ভিডিওতে হু হু করে জল থেকে উঠে আসা জলস্তম্ভটি আকাশের কালো মেঘ অবধি ছুঁয়েছে৷ মারাত্মক টর্নেডোর মতো ফানেলটি মহাসাগর ও আকাশকে জুড়ে দিয়েছে৷

advertisement

আরও পড়ুন - Job Vacancy: সরকারি চাকরির দুর্দান্ত সুযোগ, ৯৮ হাজার ৮৩ পদের মেগা ভ্যাকেন্সি, জানুন সব এক ক্লিকে

দেখে নিন ভয়ের সেই ভাইরাল ভিডিও  (Viral Video)

ওয়াটার স্প্রাউট -অর্থাৎ দৈত্যাকৃতি জলস্তম্ভ একেবারেই এক প্রাকৃতিক বিষয়৷ ন্যাশানাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের বিবরণ অনুযায়ি ‘‘হাওয়া ও জলের মিশ্রণে তৈরি স্তম্ভ৷’’ হালকা জলস্তম্ভ তৈরি হয় যখন খারাপ আবহাওয়া তৈরি হয়৷ আর টর্নেডো ধরণের পরিস্থিতিতে তৈরি হয় রাক্ষুসে জলস্তম্ভ৷ এই  দৈত্যাকৃতি জলস্তম্ভগুলি অন্য স্থলভাগে যায় তাহলে পরিণতি মারাত্মক হতে পারে৷

advertisement

আরও পড়ুন - বহুমূল্য চিতাবাঘের চামড়া হচ্ছিল পাচার, উদ্ধার রেড পান্ডার দামী চামড়াও

মঙ্গলবার দিনে একাধিক ওয়াটার স্প্রাউট তৈরি হচ্ছিল ফ্লোরিডার ডেস্টিন ও হেন্ডারসন বিচ স্টেটপার্কে৷ সকাল ৬ নাগাদ ফোর্ট হেন্ডারসন বিচে এই মারাত্মক রাক্ষুসে জল স্তম্ভটি ধরা দেয়৷ জল স্তম্ভের এই ভিডিওটি এখন পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে একেবারে ভাইরাল গতিতে ছুটছে৷

advertisement

তবে এই মারাত্মক জোরালো জলস্তম্ভটি স্থলভাগে প্রবেশ করেনি৷ দ্য ন্যাশানাল ওয়েদার সার্ভিস এই পরিস্থিতিতে বিশেষ অ্যালার্টও জারি করেছিল৷

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

এদিকে  ফিনল্যান্ডে এক মাস আগে একসঙ্গে তিনটি ওয়াটার স্প্রাউট তৈরি হতে দেখা গিয়েছিল৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: আকাশ ফালাফালা করে বিদ্যুতের রেখা, ফ্লোরিডার সমুদ্রে সাক্ষাৎ জল দৈত্য, ভয়ের ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল