হিথরো বিমানবন্দরে অবতরণের সময় ঝোড়ো হাওয়ার দাপটে বিমানটি প্রায় একদিকে হেলেই গিয়েছিল ৷ আর একটু হলেই বিমানটি ক্র্যাশ হতে পারত ৷ ল্যান্ড করার সময় বিমানের পিছনের অংশ প্রায় মাটি স্পর্শই করে ফেলেছিল ৷ কিন্তু তা সত্ত্বেও বিমানের পাইলট কোনওভাবে বিমানটি ল্যান্ড না করে ফের উড়িয়ে নিয়ে যেতে সফল ৷ আর কয়েক সেকেন্ড এদিক-ওদিক হলেই বিমানটি উল্টে যেত ৷ এই ঘটনার ভিডিও এখন ভাইরাল (Viral Video of British Airways Crash Landing) ৷
advertisement
আরও পড়ুন-: জিও-র দুর্দান্ত কিছু রিচার্জ প্ল্যান, কম টাকায় মিলবে বেশি ডেটা ও অন্যান্য অনেক সুবিধা
বিপদ বুঝে অবতরণের সময়েই পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটি ফের মাঝ আকাশে উড়িয়ে নিয়ে যান।
সোমবার স্কটল্যান্ডের আবেরদিন (Aberdeen) থেকে লন্ডনে (London Heathrow Airport) আসছিল ব্রিটিশ এয়ারওয়েজের একটি A321 যাত্রীবাহী বিমান। রানওয়েতে ল্যান্ড করার ঠিক আগেই তীব্র বেগে উল্টো দিক থেকে হাওয়া ধেয়ে আসে। ফলে, চাকা রানওয়ে স্পর্শ করার আগেই বিমানটি প্রচণ্ডভাবে দুলে ওঠে। আচমকা বিমানের পিছনের অংশ এবং একটি ডানা মাটি ছুঁয়ে ফেলে। বিমানটি প্রায় উল্টে যাওয়ার মতোই পরিস্থিতি তৈরি হয়। ব্রিটেনের ওপর দিয়ে বইছে ‘কোরি’ (Corrie) নামে এক সর্বনাশা ঝড়, যার গতিবেগ ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার।
তবে ওই অবস্থায় বিমানটি আর ল্যান্ড করাননি পাইলট ৷ পুনরায় উড়িয়ে নিয়ে যান ৷ তবে সব কিছুই ঘটে যায় অল্প কয়েক সেকেন্ডের ব্যবধানেই ৷