TRENDING:

Viral Video: বান্ধবীর গলায় বেল্ট বেঁধে তাঁকে নিয়ে যাচ্ছেন ব্যক্তি ! বিমানের ভিতর এ কেমন দৃশ্য !

Last Updated:

Viral Video of Flight: একটি বিমানের মধ্যে সম্প্রতি একটি অদ্ভূত ভিডিও ভাইরাল হয়েছে ৷ যা দেখে সকলেই অবাক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কত কিছুই না ভাইরাল হতে দেখা যায় ৷ কোনও ভিডিও হোক, কিংবা ছবি- ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না ৷ এবার একটি বিমানের মধ্যে সম্প্রতি একটি অদ্ভূত ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে ৷ যা দেখে সকলেই অবাক (Viral Video on Social Media) !
Photo Courtesy: Reddit
Photo Courtesy: Reddit
advertisement

আরও পড়ুন-১০ ফুটের অজগরের সঙ্গে দিব্যি খেলায় মগ্ন ২ বছরের শিশু! ভিডিও দেখলে যে কেউ হতবাক হবেন!

আসলে অবাক হওয়ার মতোই ঘটনা ৷ বিমানের ভিতরে দেখা যায়, এক  যাত্রী অন্য আরেক যাত্রীর গলায় বেল্ট বেঁধে তাঁকে নিয়ে ভিতরে ঢুকছেন (Man took woman in flight with strap around neck) ৷ এই ঘটনা দেখে প্রত্যেকেই হকচকিয়ে যান ৷ Reddit-এ আপলোড হওয়া এই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি ৷ বিমানে উপস্থিত অন্যান্য যাত্রীদের মতো নেটিজেনরাও অবাক ৷ এ কেমন ঘটনা !

advertisement

আরও পড়ুন-করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় ! ভর্তি হাসপাতালে

গলায় বেল্ট বাঁধা ওই মহিলা যে ব্যক্তির বান্ধবী ৷ সেই বিষয় কোনও সন্দেহ নেই ৷ বোঝাই যাচ্ছে, যে স্রেফ মজার জন্যই তাঁরা এমনটা করেছেন ৷ কিন্তু বিমানের ভিতরে এভাবে ঢোকাকে কেউই খুব ভালো চোখে দেখছেন না ৷ নেটিজেনরা অনেকেই কমেন্ট করেছেন, এ আবার কী করতে চাইছেন তাঁরা !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

মহিলাকে মনে হচ্ছে কোনও পোষ্যের মতো করে ফ্লাইটের ভিতরে নিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি ৷ ঘটনার তাই যথেষ্ট নিন্দাই হচ্ছে সর্বত্র ৷ কারণ সবারই বক্তব্য, এ আবার কেমন আচরণ ! তাও বিমানের মধ্যে ৷ Newsweek-এর রিপোর্ট অনুযায়ী ভিডিওটি ২২ ডিসেম্বর পোস্ট করা হয় ৷ তারপরেই সেটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল !

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: বান্ধবীর গলায় বেল্ট বেঁধে তাঁকে নিয়ে যাচ্ছেন ব্যক্তি ! বিমানের ভিতর এ কেমন দৃশ্য !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল