আরও পড়ুন-১০ ফুটের অজগরের সঙ্গে দিব্যি খেলায় মগ্ন ২ বছরের শিশু! ভিডিও দেখলে যে কেউ হতবাক হবেন!
আসলে অবাক হওয়ার মতোই ঘটনা ৷ বিমানের ভিতরে দেখা যায়, এক যাত্রী অন্য আরেক যাত্রীর গলায় বেল্ট বেঁধে তাঁকে নিয়ে ভিতরে ঢুকছেন (Man took woman in flight with strap around neck) ৷ এই ঘটনা দেখে প্রত্যেকেই হকচকিয়ে যান ৷ Reddit-এ আপলোড হওয়া এই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি ৷ বিমানে উপস্থিত অন্যান্য যাত্রীদের মতো নেটিজেনরাও অবাক ৷ এ কেমন ঘটনা !
advertisement
আরও পড়ুন-করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় ! ভর্তি হাসপাতালে
গলায় বেল্ট বাঁধা ওই মহিলা যে ব্যক্তির বান্ধবী ৷ সেই বিষয় কোনও সন্দেহ নেই ৷ বোঝাই যাচ্ছে, যে স্রেফ মজার জন্যই তাঁরা এমনটা করেছেন ৷ কিন্তু বিমানের ভিতরে এভাবে ঢোকাকে কেউই খুব ভালো চোখে দেখছেন না ৷ নেটিজেনরা অনেকেই কমেন্ট করেছেন, এ আবার কী করতে চাইছেন তাঁরা !