ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তাঁর নাম নিক। ইনস্টাগ্রামে তাঁর Nick The Wrangler নামে একটি পেজ রয়েছে। সেখানেই তিনি প্রচুর সাপ কিংবা সরীসৃপের সঙ্গে ভিডিও আপলোড করেন। প্রচুর ফ্যান ফলোয়ারও রয়েছে তাঁর।
এমনই একটি ভিডিও কয়েকদিন আগে আপলোড করেন ইনস্টাগ্রামে। সেখানে দেখা যায়, বিরাট আকারের একটি কিং কোবরা রয়েছে কোনও জলাভূমিতে।
advertisement
নিক প্রথমে সেই কিং কোবরাটির কাছে যায়। তারপরে সাপটির মাথায় চুম্বন করে। তবে সাপটি কোনও আক্রমণ করেনি। ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে নিক লিখেছেন, আপনারা কখনও ১২ ফুটের কিং কোবরাকে কাউকে চুম্বন করতে দেখেছেন? এই ভিডিওটিতে প্রচুর লাইক-কমেন্ট পড়েছে। অনেকে বিভিন্ন রকম মন্তব্য করেছেন। তবে নেটিজেনদের কেউ কেউ বিষয়টি নিয়ে সাবধান হতে চলেছেন নিককে।
আরও পড়ুন, মুখ্যমন্ত্রী হবেন কে, কর্ণাটক নিয়ে টানাপোড়েন কংগ্রেসে! দুই নেতাকে দিল্লিতে ডাক
আরও পড়ুন, সারা বছর না, পরীক্ষার আগে সারা রাত পড়া! ৯৯.৭৫% পেয়ে দেশে প্রথম কলকাতার মান্যা
সাপটি নিককে কোনও আক্রমণ না করলেও, কিং কোবরা অত্যন্ত বিষধর। এর কামড়ে মানুষের মৃত্যু হতে পারে কয়েক মিনিটের মধ্যেই। তবে ভিডিওতে দেখা যাচ্ছে, সাপটি নিককে কোনও আক্রমণ করেনি।