ভিডিওতে দেখা যায়, আচমকাই পাইথনটি আক্রমণ করে বসে একজনের উপরে। সেই ব্যক্তি নিচে বসেও পড়েন। কিন্তু কোনওক্রমে নিজেকে সামলে নেন। তার পরেই পাইথনটির মুখ চেপে ধরতে সক্ষম হন তিনি। ভিডিওতে দেখা দিয়েছে, পাইথনটি বিরাট বড় আকৃতির ছিল। জানা গিয়েছে, ওই ব্যক্তিরা পাইথনটি সেখান থেকে উদ্ধার করে, কোনও সুরক্ষিত জায়গায় স্থানান্তর করতে চেয়েছিলেন।
advertisement
সেই মতো তাঁরা দল বেঁধে পাইথনটিকে ধরতে গিয়েছিলেন। কিন্তু সেখানে যেতেই পাইথনটি হামলা চালিয়ে দেয়। কোনওরকমে ওই ব্যক্তি নিজেকে সামলে নেন।
তবে বিশেষজ্ঞদের মতে, ওই ব্যক্তির বড় কোনও ক্ষতি হতে পারত। কারণ পাইথনটি আকার অনেকটাই বড় ছিল। তবে ওই ব্যক্তি পারদর্শী হওয়াতে বড়সড় দুর্ঘটনা এড়িয়ে যান।
আরও পড়ুন, মাত্র সাড়ে ৬ ঘণ্টায় পুরী! কোন কোন স্টেশনে থামবে হাওড়া-পুরী বন্দে ভারত ট্রেন
আরও পড়ুন, তৃণমূলে থাকাকালীনই মোদির দ্বারা প্রভাবিত! বড় কথা 'ফাঁস' করলেন শুভেন্দু
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত ৯ লাখ বার ভিডিওটি দেখা হয়েছে। নেটিজেনদের অনেকেই ওই ব্যক্তিপ উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। আবার অনেকে ওই ব্যক্তি সতর্কও থাকতে বলেছেন। তবে ভিডিওটি আদতে কোন এলাকার তা এখনও স্পষ্ট নয়।