আরও পড়ুন- ঈশ্বর ও ভাগ্য বলে কিছুই হয় না! কেন তাঁর বইয়ে একথা লিখেছিলেন স্টিফেন হকিং?
ব্রিটেনের সান্ডারল্যান্ডে সম্প্রতি একটি বারে একটি অলৌকিক ঘটনারই সাক্ষী থাকলেন প্রত্যেকে ৷ বারের মালকিন ডারলা কেট অ্যান্ডারসন (Darla Kate Anderson) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ওই ঘটনার ভিডিও ৷
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, লাউঞ্জ বারের সামনে কিছু কেনার জন্য হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি ৷ পাশে রাখা ছিল একটি জলের বড় গ্লাস ৷ হঠাৎই বোতলটা নিজে নিজেই পড়ে গেল ৷ না কেউ সেটিকে ধরেছে, না কেউ কিছু করেছে ৷ গ্লাসটি পড়ে গিয়ে জল গড়িয়ে পড়ে চারদিকে ৷ এক অবাক করার মতোই ঘটনা ! চমকে ওঠেন ওই বারে উপস্থিত প্রত্যেকেই ৷
আরও পড়ুন- ইডেনের মাঠ কর্মীকে অশ্বিনের প্যাড উপহার, কলকাতার রসগোল্লা নিয়ে গেলেন কিউইরা
পরে সিসিটিভি ফুটেজে গোটা ঘটনাটি দেখে চমকে উঠেছেন সবাই ৷ কেন এমন ঘটল, কারোর কাছেই এর কোনও উত্তর নেই ৷ গ্লাসটি যেভাবে উল্টে পড়েছে, তাতে মনে হচ্ছে কেউ সেটিকে ইচ্ছে করে ঠেলে ফেলে দিয়েছে ৷ কিন্তু কে ? এই রহস্যের উদঘাটন করা কারোর পক্ষে সম্ভব নয় ৷ এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ভাইরাল ৷