TRENDING:

Viral Nude Cyclist: শহরের ব্যস্ত রাস্তায় অবাক দৃশ্য, সম্পূর্ন নগ্ন হয়ে সাইকেল চালালেন যুবক

Last Updated:

গায়ে সুতোটা পর্যন্ত নেই যুবকের! সেই অবস্থাতেই বিন্দাস সাইকেল চালালেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: মঙ্গলবার সকাল হতে না হতেই চোখ কপালে উঠল শহরবাসীর! এ কী দৃশ্য! গায়ে সুতোটা পর্যন্ত নেই! শুধু মাথায় হেলমেট, পায়ে কালো মোজা আর জুতো পরে শহরের ব্যস্ত রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন এক যুবক! কে দেখছে, কে না দেখছে... কোনও ভ্রুক্ষেপই নেই নগ্ন সাইক্লিস্টের ( Viral Nude Cyclist)!
advertisement

আরও পড়ুন: মা! ছয় সন্তানের মায়ের দুরন্ত লড়াই, রুশ সৈনিকদের সঙ্গে তুমুল লড়াই করে বাঁচালেন সহযোদ্ধাদের

মঙ্গলবার সকাল ৭টা নাগাদ সেন্ট্রাল লন্ডনের কিংস রোড এ হেন দৃশ্য দেখে থমকে দাঁড়াল! প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কনকনে ঠান্ডার মধ্যেই সম্পূর্ন নগ্ন হয়ে সাইকেল চালাচ্ছেন এক যুবক (Nude Cyclist in london streets)। বয়স ৩০-এর শেষের দিকে হবে! হাইওয়ে কোড মেনে সিগন্যালে দাঁড়ালেন, আলো সবুজ না হওয়া পর্যন্ত অপেক্ষা-ও করলেন! নগ্ন ব্যক্তিকে দেখে পথচারী থেকে শুরু করে গাড়ির আরোহী-চালক সবারই মুখ হাঁ, কিন্তু সেই ব্যক্তির হাবভাব দেখে স্পষ্ট, তাতে তাঁর কিছুই যায় আসছে না! ও ভাবেই সিগন্যালে অপেক্ষা করলেন (Nude Cyclist)। পরনে শুধুমাত্র একজোড়া কালো মোজা আর সাদা হেলমেট! আলো সবুজ হতেই সাইকেল প্যাডেল করে সামনের রাস্তা ধরে এগিয়ে চললেন! সেই সময় ব্যস্ত রাস্তায় হাজির থাকা বহু মানুষই নগ্ন সাইকেল চালকের ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি করেছেন, সেই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়  ( Viral Nude Cyclist)!

advertisement

আরও পড়ুন: সর্বনাশ! ওমিক্রনের পর এসেছে করোনার নতুন স্ট্রেন, রূপ পাল্টে আরও ভয়ঙ্কর কোভিড

জেমস রেনল্ডস নামে এক ব্যক্তি যুবকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, '' সকাল-সকাল এক অদ্ভুত দৃশ্য দেখালাম! এক আজব সাইকেল আরোহী... তিনি সম্পূর্ণ নগ্ন ছিলেন।'' পেশায় নির্মাণ শ্রমিক জেমস আরও লেখেন,  '' আমি রাস্তা পেড়নোর অপেক্ষায় সিগন্যালে দাঁড়িয়ে ছিলাম! তখন এই অদ্ভুত দৃশ্য দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি পেডেস্ট্রিয়ান ক্রসিং পর্যন্ত হেঁটে গেলাম, ডান দিকে ফিরে ফের একবার যুবককে দেখলাম, নিজেরই মনে হচ্ছিল, আমি ঠিক দেখছি তো? গত ১০ বছর লন্ডনে আছি, এরকম অবাক করা দৃশ্য এর আগে কখনও দেখিনি! '

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

যদিও ব্রিটেনে নগ্ন হয়ে ঘোরা বেআইনি নয়। সে দেশের যৌন অপরাধ আইন ২০০৩ অনুযায়ী,অন্য কারও উদ্বেগ বা কষ্টের কারণ না হলে নগ্নতা কোনও অপরাধ নয়। কিন্তু ব্যক্তি কেন হঠাৎ ওই কনকনে ঠাণ্ডায় নগ্ন হয়ে সাইকেল চালানোর কথা ভাবলেন, তা অবশ্য স্পষ্ট নয়!

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Nude Cyclist: শহরের ব্যস্ত রাস্তায় অবাক দৃশ্য, সম্পূর্ন নগ্ন হয়ে সাইকেল চালালেন যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল