TRENDING:

Viral News: ১৩ বছরের ছেলেকে যৌন নিগ্রহ করে সন্তানের মা ৩১-এর যুবতী, ধরা পড়েও জেলে যাবে না!

Last Updated:

Viral News: ১৩ বছরের ওই স্কুল ছাত্রের সঙ্গে ৩১ বছরের ওই মহিলা জোর করে যৌনমিলন করেছেন বলে অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলোরাডো: কিছুদিন আগেই আমেরিকার এই অদ্ভুত ঘটনা খবরের শিরোনামে এসেছিল। ৩১ বছরের এক মার্কিন যুবতী ১৩ বছরের কিশোরের যৌন নিগ্রহ করে সন্তানের জন্ম দিয়েছে। অর্থাৎ সদ্যোজাত সেই শিশুর বাবা ১৩ বছরের এক নাবালক। এই ঘটনা সামনে আসতেই নাবালককে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে মহিলার বিরুদ্ধে। ১৩ বছরের ওই স্কুল ছাত্রের সঙ্গে ৩১ বছরের ওই মহিলা জোর করে যৌনমিলন করেছেন বলে অভিযোগ।
১৩ বছরের ছেলেকে যৌন নিগ্রহ করে সন্তানের মা ৩১-এর যুবতী (প্রতীকী ছবি)
১৩ বছরের ছেলেকে যৌন নিগ্রহ করে সন্তানের মা ৩১-এর যুবতী (প্রতীকী ছবি)
advertisement

যৌন হেনস্থার অভিযোগ তুলে যুবতীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন কিশোরের মা। কিন্তু আদালত অভিযুক্তকে কারাবাসের নির্দেশ দেয়নি। তবে তাকে যৌন অপরাধী হিসাবে চিহ্নিত করা হয়েছে। আমেরিকার কলোরাডো প্রদেশের ওই যুবতীর বিরুদ্ধে অভিযোগ, কিশোরের ভরসার সুযোগ নিয়ে সে তাকে যৌন হেনস্থা করেছে। ২০২২ সালে মহিলাকে গ্রেফতার করা হয়। জেলেই সন্তানের জন্ম দেয় সে।

advertisement

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় ব্যাঙ দেখেছেন? দেখে মনে হচ্ছে কোলে উঠেছে ছোট্ট ছেলে!

এর পর যুবতী মায়ের আইনজীবীর সঙ্গে প্রসিকিউটরের চুক্তি হয়, যুবতীকে হাজতবাস করতে হবে না। তবে যৌন অপরাধী হিসেবে তার নাম নথিভুক্ত করা হবে। অভিযুক্ত যুবতী এই চুক্তি স্বীকার করে নিয়েছে বলে জানা গিয়েছে। চুক্তির প্রেক্ষিতে জেলের বাইরে রয়েছে ওই মহিলা। যদিও তাদের আদালতের শর্ত মেনে নিতে হয়েছে। কিন্তু এই অপরাধের জন্য ভবিষ্যতে ওই মহিলার শাস্তি হতে পারে বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: কথায় কথায় তো ওকে বলেন, Ok-র ফুল ফর্ম জানেন? ৯৯ শতাংশ মানুষই জানে না!

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

ছোট বাচ্চার ভবিষ্যতের কথা ভেবেই সাময়িক ভাবে নিস্তার পেয়েছে ওই মহিলা। যদিও আদালতের এই সিদ্ধান্তে মোটেই খুশি নন, ওই নিগৃহীত নাবালকের মা। তাঁর দাবি, 'আমার মনে হচ্ছে আমার ছেলের শৈশব চুরি করে নেওয়া হয়েছে। তাকে এখন বাবা হতে হয়েছে। সে নিগ্রহের শিকার। অভিযুক্তের কড় শাস্তি হওয়া উচিত।' এই নিয়ে মামলা চলছে। আপাতত ৭০ হাজার মার্কিন ডলারের বিনিময়ে জামিন পেয়েছে অভিযুক্ত।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: ১৩ বছরের ছেলেকে যৌন নিগ্রহ করে সন্তানের মা ৩১-এর যুবতী, ধরা পড়েও জেলে যাবে না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল