লন্ডনের বাসিন্দা হলেও বার্মিংহ্যামেও তাঁর বাড়ি রয়েছে ৷ পেশায় ব্যবসায়ী মহম্মদ অনেকদিন ধরে খুঁজলেও নিজের পছন্দ মতো মেয়ে তাঁর জুটছে না ৷ এর জন্য বাড়ি থেকেও বিয়ের জন্য দেখাশোনা শুরু হয়েছে ৷ খুব তাড়াতাড়ি তাঁকে বিয়ের পিঁড়িতে দেখতে চান পরিবারের সকলেই ৷ কিন্তু সম্বন্ধ করে বিয়ে করতে রাজি নন মহম্মদ মালিক ৷ এর জন্য এবার সবাইকে চমকে দিয়ে রাস্তায় রাস্তায় হোর্ডিংয়ের ব্যবস্থা করলেন তিনি ৷ যাতে লেখা, ‘‘ সেভ মি ফ্রম অ্যারেঞ্জ ম্যারেজ...’’ ৷ অর্থাৎ আমাকে সম্বন্ধ করে বিয়ে করা থেকে বাঁচান...!
advertisement
আরও পড়ুন-একী দৃশ্য ! সিংহ কোলে রাস্তায় হেঁটে চলেছেন মহিলা ! ভিডিও তুমুল ভাইরাল
বার্মিংহাম এবং ম্যাঞ্চেস্টার জুড়ে বিলবোর্ডে নিজের ছবি দিয়ে বিজ্ঞাপন দিয়েছেন তিনি। বিলবোর্ডের ওই লেখাতেই তিনি কী বলতে চান, তা স্পষ্ট ৷
মহম্মদের কথায়, ‘এখনও পছন্দ মতো পাত্রীর সন্ধান পাইনি। এটা খুবই কঠিন একটা কাজ। নিজেকে আরও বেশি করে ছড়িয়ে দিতে এবং আমার চাহিদাকে সবার সামনে আনতেই এই সিদ্ধান্ত।’
আরও পড়ুন-ডেট করতে আসা মহিলাকে ফেলে পালিয়ে গেলেন প্রেমিক, কারণ জানাজানি হতেই হতবাক সকলে!
মহম্মদ চান, পাত্রীর বয়স হতে হবে ২০-র মধ্যে ৷ হোর্ডিং টাঙানোর পর অবশ্য ভালোমতোই মেসেজ পাচ্ছেন তিনি ৷ বিয়ে করতে চেয়ে অনেকেই মেসেজ করছেন তাঁকে ৷ যার সবগুলো দেখে ওঠাও এখনও সম্ভব হয়নি ৷ এই বিলবোর্ডর ছবিও এখন ভাইরাল ৷ বার্মিংহ্যাম এবং ম্যাঞ্চেস্টারে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত থাকবে ওই বিলবোর্ডগুলি ৷ তার মধ্যেই জীবনসঙ্গিনীকে খুঁজে পাওয়ার আশায় মহম্মদ ৷