আরও পড়ুন: ভয়ঙ্কর পরিস্থিতি! ফের কেঁপে উঠল পায়ের তলার জমি, জোড়া ভূমিকম্পে আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ
এমনই এক রোমহর্ষক ঘটনা ঘটেছে যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। আর এই ঘটনা সামনে আসতেই শিউরে উঠেছেন নেটিজেনরা। এই ঘটনা সামনে এনেছেন রেবান নাকেলবুন নামে এক ব্যক্তি। নিজের সোশ্যাল মিডিয়ায় এমনই এক ছবি শেয়ার করেছেন ওই ব্যক্তি। যেখানে দেখা যাচ্ছে আইসক্রিমের মধ্যে জমাট বেঁধে রয়েছে কালো-হলুদের একটি সাপ।
advertisement
আরও পড়ুন: রাস্তায় পড়ে সারি সারি দেহ, দুদিনের সংঘাতে সিরিয়া যেন হত্যাপুরী! মৃত প্রায় ১ হাজার
এই ছবির সঙ্গেই তিনি লেখেন, “সত্যি বড় বড় চোখ! আদৌ মারা গিয়েছে নাকি বেঁচে আছে? আমি ব্ল্যাক বিন আইসক্রিমটা নিজের জন্য কিনেছিলাম।”
থাইল্যান্ডে ব্ল্যাক বিন খুবই জনপ্রিয় আইসক্রিম ফ্লেভার। যদিও, কোন ব্র্যান্ডের আইসক্রিম তা অবশ্য প্রকাশ্যে আনেন নি ওই ব্যক্তি।