TRENDING:

Viral News: পুলে উদ্দামতা চরমে, প্রেসিডেন্টের বেডরুমে বিছানা ওপর যা হচ্ছে , ভাইরাল ভিডিও

Last Updated:

রাষ্ট্রপতি দামী বিছানার ওপর লাফিয়ে বেড়াতেও দেখা যায় প্রদর্শনকারীদের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলম্বো: ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ৷ রাষ্ট্রপতি গোটবায়া রাজপক্ষে পালিয়ে যাওয়ার পরেই বিক্ষোভকারীরা রাষ্ট্রপতিভবন দখল করে নিয়েছে৷ প্রদর্শনকারীরা রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টের বেডরুম থেকে কিচেন অর্থাৎ শোওয়ার জায়গা থেকে রান্নাঘর সবই দখল করে নিয়েছে৷ এই বিক্ষোভকারীদের বিভিন্ন ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় রাজ করছে৷ সেই সব ভিডিওতে কোথাও বিক্ষোভকারীদের সুইমিং পুলে মস্তি করতে দেখা যাচ্ছে৷ কোনও কোনও প্রদদর্শনকারী আবার বিছানার ওপর উদ্দাম দাপাদাপি করছে৷
president house protesters vandelised bedroom kitchen  watch viral videos
president house protesters vandelised bedroom kitchen watch viral videos
advertisement

সোশ্যাল মিডিয়ায় সামনে আসছে একাধিক ভিডিও৷ সেখানে প্রচুর পরিমাণে বিক্ষোভকারী রয়েছেন৷ তাঁরা বিন্দাস হুল্লোরে মেতেছেন সেখানে৷ সেখানে নাচ-গান , শোরগোল করতেন৷ ভিড়ে পুরো ভর্তি রাষ্ট্রপতি ভবন৷ সুইমিং পুলে তারা সাঁতার কাটছে, স্নান করছে এরকম দেখা যাচ্ছে৷

আরও পড়ুন - Astro Tips: কালো তিলেই গ্রহরাজ শনিদেব তুষ্ট, আরও ‘এই’ দেবতাদের চরণেও অর্পণ করুন চমকাবে ভাগ্য

advertisement

দেখে নিন শ্রীলঙ্কার অস্থিরতার ভাইরাল ভিডিও

সুইমিং পুলের এই ভাইরাল ভিডিও -র পাশাপাশি আরও ভিডিও সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল হচ্ছে৷ ডেইলি মিরর -র খবর অনুযায়ি পুলিশ প্রদর্শনকারীদের রাষ্ট্রপতির বাড়ির ভিতরে ঢোকা আটকাতে টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছিল এমনকি তাদের ওপর জল কামানও ব্যবহার করা হয়েছিল৷ কিন্তু বিক্ষোভকারীরা সমস্ত ব্যারিকেড ভেঙে দিয়ে জোর করে ঢুকে পড়ে রাষ্ট্রপতি ভবনে৷

advertisement

আরও পড়ুন - KMC News: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এড়াতে বিদ্যুৎস্তম্ভে একেবারে অভিনব জিনিস করছে পুরসভা

দেখে নিন শ্রীলঙ্কার অস্থিরতার ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাষ্ট্রপতি দামী বিছানার ওপর লাফিয়ে বেড়াতেও দেখা যায় প্রদর্শনকারীদের৷ কিছু মানুষকে সোফার ওপর বসে থাকতেও দেখা যায়৷ আর একটি ভিডিওতে বিক্ষোভ প্রদর্শনকারীদের রাষ্ট্রপতিভবনের সুইমিং পুলে স্নান করতেও দেখা যাচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: পুলে উদ্দামতা চরমে, প্রেসিডেন্টের বেডরুমে বিছানা ওপর যা হচ্ছে , ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল