পুলিশের প্রাথমিক ধারণা, মোনা হায়দারি নামের ১৭ বছরের তরুণীকে পরকীয়া সন্দেহেই খুন করা হয়েছে। স্বামী ও তার ভাই মিলেই এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ। তদন্তে নেমে অনেক তথ্যই ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে ৷ এই ঘটনা ইরানে নারীদের নিরাপত্তা নিয়েই ফের প্রশ্ন তুলে দিয়েছে ৷ এর পাশাপাশি এত কম বয়সে নারীদের বিয়ের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে ৷
advertisement
বর্তমানে ইরানে ১৩ বছরে মেয়েদের বিয়ে করার আইন রয়েছে। গার্হস্থ হিংসা রুখতে এই বয়স বাড়ানোর দাবি উঠেছে ৷
আরও পড়ুন-Viral Video: চলন্ত গাড়ির সামনে থেকে ছাত্রীকে সরিয়ে আনল পুলিশ, ভাইরাল হল ভিডিও!
ইরানের এক আইনজীবীর কথায়, এমন ঘটনা প্রায়শই ঘটছে সে দেশে ৷ জানা গিয়েছে, মোনার বিয়ে যখন হয়েছিল তখন তার বয়স ছিল ১২ ৷ এরপর পরকীয়া সন্দেহে শ্বশুরবাড়িতে প্রতিনিয়তই অত্যাচারের শিকার হত মোনা ৷ শেষপর্যন্ত তাকে গলা কেটে খুন করল তার স্বামী ৷