প্রাইভেট আইল্যান্ডের মাঝখানে তৈরি এই প্রাসাদটি বাইরে থেকে এবং ভিতরে থেকে দেখে যে কারওরই মনে হতে পারে যে এটি একটি স্বপ্নের বাড়ি, কিন্তু ওই প্রাসাদের অন্দরে রান্নাঘরের চেহারা দেখে রীতিমতো ক্ষেপে আগুন ক্রেতারা। একবার রান্নাঘর দেখার পর কেউই আর এটি কিনতে প্রস্তুত নন।
advertisement
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার বাল্ড ঈগল লেকে ২.৩ একর জুড়ে বিস্তৃত এই প্রাসাদটি দেখে যে কারও চোখ ধাঁধিয়ে যাবে। বাজারে বিক্রির জন্য এই প্রাসাদের মূল্য উঠেছে ভারতীয় মুদ্রায় পঞ্চাশ কোটি টাকা। বাইরে থেকে এই বাড়ি দেখে সবাই কেনার প্রস্তুতি নিচ্ছেন। রাজপ্রাসাদের মতো ওই বাংলোর ঘরগুলোও মুগ্ধ করেছে ক্রেতাদের। কিন্তু যখনই রান্নাঘরের ছবি দেখছেন তখনই ওই প্রাসাদ কিনতে বিতৃষ্ণা বোধ করছেন ক্রেতারা। বাড়ি নির্মাণের সময় ঠিকাদার এমন কিছু ভুল করে বসেছেন যার কারণে ক্রেতা ওই প্রাসাদটি কিনতে এসেও ফিরে যাচ্ছেন।
বিলাসবহুল এই প্রাসাদে ৫টি বেডরুম রয়েছে। এ ছাড়া ৯টি বাথরুম এবং ৬টি গ্যারেজ রয়েছে। এই বাড়িটিকে স্বপ্নের বাড়িও বলা যেতে পারে তবে যতক্ষণ না কেউ রান্নাঘরে যাচ্ছেন। আসলে এর রান্নাঘরে দুটি পিলার তৈরি করা হয়েছে। এই দুটি স্তম্ভই রান্নাঘরের সাদা টেবিলের কাছে তৈরি, যা পুরো বাড়ির সৌন্দর্যকে নষ্ট করে দিয়েছে। এই বাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মানুষের চোখ পড়বে বিকটাকার রান্নাঘরের দিকে (Viral News)।
সোশ্যাল মিডিয়ায় বাড়ির ছবির পাশাপাশি ওই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘এই রকম স্বপ্নের বাড়িতে কে থাকতে চান’। এর জবাবে অনেকেই লিখেছেন, এমন বাড়িতে থাকতে আদতেই ভাল লাগবে না। এই বাড়িটি বিক্রির চেষ্টায় থাকা রিয়েল এস্টেট এজেন্টরা জানান, বাইরে থেকে ক্রেতারা এই বাড়িটি খুব পছন্দ করেন। কিন্তু রান্নাঘরে চোখ গেলেই তাঁদের মত পরিবর্তিত হয়ে যায়।