ব্যথায় কাতরাতে থাকেন ওই ব্যক্তি। অবশেষে ওই ব্যক্তির স্ত্রী তাকে নিয়ে ডাক্তারের কাছে যান। ডাক্তার সবটা শুনে সিটিস্ক্যান করার পরামর্শ দেন। এবং ব্যক্তিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে নেন। এর পর ওই ব্যক্তির তলপেট, রেকটাম স্ক্যান করা হয়। স্ক্যানের রিপোর্ট দেখে মাথায় হাত সকলের। চমকে যান ডাক্তার নিজেও। বুঝে পাচ্ছিলেন এ কী করে সম্ভব! যা জানলে আপনিও অবাক হবেন বইকি! ওই ব্যক্তির রেকটামে ঢুকে রয়েছে এক অদ্ভুত জিনিস। কিন্তু কি করে সম্ভব? তা নিয়ে প্রশ্ন থাকলেও, সামাধান হয়।
advertisement
সিটি স্ক্যানে জানা যায় ওই ব্যক্তির রেকটানে সাত ইঞ্চির একটি জলের বোতল ঢুকে রয়েছে। আর এই বোতল থেকেই অসহ্য ব্যথা হচ্ছে তার। সময় নষ্ট না করে অপারেশন করার সিদ্ধান্ত নেন ডাক্তাররা। খুব সতর্ক ভাবে বের করে আনা হয় সেই বোতল! পাঁচ দিন পর তাকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু রেকটামে বোতল কী ভাবে এল তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়। অবাক হন ডাক্তার এবং ওই ব্যক্তির স্ত্রী! জানা যায় ওই ৫০ বছরের ব্যক্তি বিকৃত কামের শিকার! যৌন উত্তেজনা পেতে নিজেই ওই বোতল রেকটামে ঢুকিয়ে দেন ব্যক্তি। ভেবেছিলেন বেরিয়ে যাবে নিজে থেকে। কিন্তু তা হয় না! ভয়ে ওই ব্যক্তি কাউকে কিছু বলতে পারছিলেন না। তবে খবর জানাজানি হতেই ভাইরাল হয়।