TRENDING:

Viral Photo: বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই! ভেসে যাওয়া সময়ে প্রেমিকাকে শেষ চুমু খেয়ে বাঁচার তাড়না যুবকের

Last Updated:

Viral Photo: ঠোঁটে ঠোঁট রেখে আশ্লেষে শেষ চুম্বন? প্রেমিকাকে আঁকড়ে ইজরায়েলি যুবক, ছবি কাঁপাল আসমুদ্রহিমাচল!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাইরাল : হামাসের হামলায় ইজরায়েলে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শুধু সঙ্গীত উৎসবেই ২৬০ জনের মৃত্যু হয়েছে বলে মিডিয়া সূত্রে খবর। হামাসের সেই মিউজিক ফেস্টিভালে হামলার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হচ্ছে এই ইজরায়েলি দম্পতির ছবি। ঠোঁটে ঠোঁট ছোঁয়া চুম্বন দৃশ্য নিমেষে পৌঁছে গিয়েছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম। কী কারণে সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছেন এই দম্পতি?
ভাইরাল ছবি কাঁপাল আসমুদ্রহিমাচল!
ভাইরাল ছবি কাঁপাল আসমুদ্রহিমাচল!
advertisement

জানা যায়, দক্ষিণ ইজরায়েলে ‘ট্রাইব অফ নোভা’ মিউজিক ফেস্টিভ্যালে হামলা চালিয়েছে হামাস। এই হামলায় ২৬০ জন নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। যারা হামলায় বেঁচে যান কোনওমতে তারা সেই শিউরে ওঠা রাতের স্মৃতি বারবারই তুলে ধরেছেন স্ব স্ব ভাষায়।

আরও পড়ুন: হঠাৎ আকাশ পাতাল বদল? ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে পুজোর আবহাওয়া? বাংলার আপডেট দিল আলিপুর

advertisement

অমিত বার এবং তার সঙ্গী নীরও এই হামলা থেকে বেঁচে যাওয়াদের তালিকায় রয়েছেন। সম্প্রতি তাঁদেরই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ঝড়ের গতিতে। ভাইরাল ছবিটিতে দুজনকে চুম্বন করতে দেখা যাচ্ছে। হামলার পর ভয়াবহ পরিস্থিতিও বর্ণনা করেছেন এই দম্পতি।

আরও পড়ুন: দোকানের ঘড়িতে সবসময় ১০টা বেজে ১০ মিনিট দেখায় কেন? জানুন অবাক করা কারণ!

advertisement

অমিত ও নীর বলেন, যদিও তারা দুজনই জীবিত পালিয়েছেন। কিন্তু আদৌ বাঁচবেন সে আশা তাঁদের ছিল না মনে। বরং জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে ভেবেই একে অপরকে জড়িয়ে ধরে চুমু খান প্রেমিক যুগল। অবশেষে এই ভয়াবহ হামলা থেকে বেঁচে যাওয়ার পর এখন তাদের সেই আলিঙ্গনাবদ্ধ ছবিটিই সাড়া ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।

advertisement

আরও পড়ুন: লাফিয়ে লাফিয়ে কমবে ইলেকট্রিক বিল, শুধু বাড়ির ফ্রিজ ব্যবহারে মেনে চলুন এই ছোট্ট নিয়ম, অর্ধেক হবে খরচ

ওই দম্পতি জানান, তাঁরা মনে করেছিলেন জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে আর সেই মুহূর্তকে চিরস্থায়ী করে তুলতেই ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড গড়েছিলেন দুই ‘ওয়ার ভিকটিম’। যুদ্ধবিধ্বস্ত উপত্যকার অসহায় দুটি প্রাণ। দুজনেই ঝোপের মধ্যে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচাতে পারলেও নিখোঁজ হয়েছেন ওঁদেরই এক ঘনিষ্ঠ বন্ধু। যে এখনও নিখোঁজ।

advertisement

অমিত ইনস্টাগ্রামে নীরকে একটি খোলা চিঠি লিখেছিলেন, যেখানে তিনি সেই ভাইরাল ছবিও পোস্ট করেছিলেন। অমিত লিখেছেন, ‘জীবকে ছাড়া আমরা যে কষ্টের মধ্যে দিয়েছি তা ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু অলৌকিক ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে যা অস্বীকার করা যায় না।

“চারিদিকে গুলির শব্দ। মৃত্যু-আতর্নাদ! জঙ্গিরা মোটরসাইকেলে বসে দফায় দফায় চক্কর দিচ্ছিল ওই এলাকায়। অন্যদের আমরা কোনোরকমে প্রাণ বাঁচিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ি। এই ভয়ানক মুহূর্তেই নীর বলেছিলেন, আমাদের একটি সেলফি তোলা উচিত, যাতে এই ভয়ঙ্কর মুহূর্তটি থেকে যায় আমরা না থাকলেও।” পোস্টে বলেন অমিত।

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

প্রেমিক দম্পতি ভেবেছিলেন এটাই হয়ত শেষ স্মৃতি। এরপর দুজনেই চুমু খেয়ে তার ছবি ক্লিক করে তাদের কাছে রেখে দেন। আর এই ছবিই যুদ্ধের উপত্যকায় এক অজেয় ভালোবাসার স্মৃতি নিয়ে আজীবন থেকে যাবে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Photo: বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই! ভেসে যাওয়া সময়ে প্রেমিকাকে শেষ চুমু খেয়ে বাঁচার তাড়না যুবকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল