মনদীপ কৌর গত ৩ অগাস্ট অনলাইনে একটি ভিডিও পোস্ট করার পরে আত্মহত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে তাঁর পরিবারের তরফে। ওই ভিডিওতে মনদীপ তাঁর স্বামী রণজোধবীর সিং সান্ধুর দ্বারা বছরের পর বছর ধরে পারিবারিক নির্যাতনের কথা বলেন। শুধু তাই নয় মৃত্যুর কয়েক মুহূর্ত আগে, কৌর একটি ভিডিও প্রকাশ করে দীর্ঘসময় যে নির্যাতনের মুখোমুখি তাঁকে হতে হয়েছিল তার বিস্তারিত বিবরণ বর্ণনা করেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আট বছর হয়ে গেল আমি এখন আর এই প্রতিদিনের মারধর সহ্য করতে পারছি না... বাবা, আমাকে ক্ষমা কোরো। আমি মরতে যাচ্ছি"। এভাবেই মৃত্যুর আগে ভিডিও রেকর্ড করে মৃত্যুর কারণ জানিয়ে গিয়েছেন।
advertisement
আরও পড়ুন : স্যাটারডে সাসপেন্স! দুঃসাহসিক 'অপারেশন মোজো' সফলে এক 'C' ফ্যাক্টরের মাস্টার স্ট্রোক...
মনদীপ কৌরের মৃত্যুর পর থেকে উত্তাল সোশ্যাল মিডিয়া। প্রবাসে থাকা ভারতীয় মহিলা, যাদের উপর এধরনের অত্যাচার হয়, তাদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই ট্যুইটারে শুরু হয়েছে ‘দ্য কৌর মুভমেন্ট’ (The Kaur Movement)। নেটিজেনদের দাবি, সুবিচার পাক মনদীপ ও তার দুই মেয়ে। প্রসঙ্গত, মনদীপ রেখে গিয়েছেন তাঁর দুই কন্যা সন্তানকে যাদের বয়স যথাক্রমে ৪ ও ৬ বছর। সোশ্যাল মিডিয়াতে মনদীপের দুই কন্যা সন্তানকে নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা।
২০১৫ সালে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজনৌর জেলার রণজোধবীরের সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মনদীপ। আমেরিকায় ট্রাক চালাতেন রণজোধবীর। বিয়ের পর আমেরিকাতেই সংসার পাতেন মনদীপ। ছিলেন শ্বশুর-শাশুড়িও। সেখানেই রণজোধবীর এবং তাঁর পরিবারের মুখোশ খুলে যায়। ভিডিওতে মনদীপ জানিয়েছেন, তিনদিনের জন্য মনদীপকে অপহরণ করেছিল রণজোধবীর। সেই খবর পেয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছিল মনদীপের পরিবারের সদস্যরা। এরপর কার্যত হাতে পায়ে ধরে সেই অভিযোগ থেকে রেহাই পায় রণজোধবীর।
এই ভিডিওতে মনদীপ জানিয়েছেন, “আমার মৃত্যুর জন্য শ্বশুরবাড়ির সদস্য এবং স্বামী দায়ী। ওরা আমাকে বাঁচতে দিল না। ৮ বছর ধরে প্রতিদিন আমাকে মারঘর করা হয়েছে।” তাঁর কথায়, “তবু সব ভুলে আমি নিউ ইয়র্কে চলে এসেছিলাম। নতুন করে সব শুরু করেছিলাম। কিন্তু কোনও কারণ ছাড়াই ও আমাকে মারত। নেশা করে থাকুক আর না থাকুক তাও গায়ে হাত তুলত। আর পারছি না।”