গত বছরের ফেব্রুয়ারি থেকেই ইউক্রেনের বিরুদ্ধে লাগাতার যুদ্ধ চালিয়ে যাচ্ছে পুতিনের রাশিয়া৷ কিভ-কে নাস্তানাবুদ করতে গত ১৪ মাসেরও বেশি সময় ধরে একের পর এক স্ট্র্যাটেজি ছকছে ক্রেমলিন৷ এ দিকে এই যুদ্ধে ইউক্রেনের পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা, ব্রিটেনের মতো পশ্চিমি দেশের রাষ্ট্রনেতারা৷
এই পরিস্থিতিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় ৬১ তম পার্লামেন্টারি অ্যাসেম্বলি অফ ব্ল্যাক সি ইকোনমিককমিউনিটির একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হয়েছিল৷ এই সম্মেলনে আমন্ত্রিত ছিলেন রাশিয়া ইউক্রেন সহ একাধিক দেশের প্রতিনিধিরা৷
অভিযোগ, বৃহস্পতিবার সম্মেলন চলাকালীন ইউক্রেনের প্রতিনিধি ওলেকজান্দ্রা মারিকভস্কি যখন নিজের দেশের পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন, তখন রাশিয়ার এক জনৈক প্রতিনিধি এসে তাঁর হাত থেকে সেই পতাকা কেড়ে নেন৷ শুধু তা-ই নয়, ওই রুশ প্রতিনিধি টেনে হিঁচড়ে ছিঁড়ে দেন ইউক্রেনের পতাকা৷
আরও পড়ুন:যৌন ক্ষমতা বাড়ানোর অব্যর্থ ‘টোটকা’! এই প্রাণীর তেল দেদার বিকোচ্ছে পাকিস্তানে
এরপরেই রাশিয়ার ওই প্রতিনিধির উপরে চড়াও হন ইউক্রেনের প্রতিনিধি৷ ছিনিয়ে নেন নিজের দেশের পতাকা৷ হাতাহাতিও চলে৷
সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনার ভিডিও শেয়ার করেছেন তিনি৷