TRENDING:

রাষ্ট্রসঙ্ঘের চলন্ত গাড়ির পিছনের সিটে সঙ্গমে লিপ্ত যুগল, ভিডিও ভাইরাল হতেই তদন্ত শুরু

Last Updated:

মাত্র ১৮ সেকেন্ডের ছোট্ট ভিডিও ক্লিপ , তাতেই তোলপাড় নেটদুনিয়া ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসরায়েল: মাত্র ১৮ সেকেন্ডের ছোট্ট ভিডিও ক্লিপ , তাতেই তোলপাড় নেটদুনিয়া । চরম অস্বস্তি ও বিড়ম্বনায়ও রাষ্ট্রসঙ্ঘ৷
advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে , চলমান একটি গাড়িতে শারীরিক সম্পর্কে লিপ্ত দু-জন । তবে এ আর এমন কী ! আগেও এমন বহু ঘটনা প্রকাশ্যে এসেছে । প্রতিবেদন পড়তে গিয়ে এ কথা মনে হতেই পারে পাঠকের । কিন্তু না , এক্ষেত্রে বিষয়টি অনেকটাই আলাদা । কারণ, ভিডিওতে যে গাড়িটিতে সঙ্গমরত যুগলকে দেখা যাচ্ছে , সেটি আসলে রাষ্ট্রসঙ্ঘের । আর গাড়িতে থাকা ওই ব্যক্তি যে রাষ্ট্রসঙ্ঘেরই আধিকারিক , তা ইতিমধ্যেই স্পষ্ট । ভিডিও প্রকাশ্যে আসতেই কোনও বিতর্কে না গিয়ে তড়িঘিড়ি তদন্তও শুরু করেছে রাষ্ট্রসঙ্ঘ । অভিযোগ প্রমাণিত হলে আধিকারিকের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে জানান হয়েছে ।

advertisement

সূত্রের খবর, ঘটনাটি ইজরায়েলের রাস্তায় । ভিডিওটি তোলা হয়েছে ইজরায়েলের তেল আবিবের এক ব্যস্ত রাস্তার ধারের কোনও বাড়ি থেকে। তারপরেই সেটি সোশ্যাল মিড়িয়ায় পোস্ট করা হয় । ভিডিওটিতে পরিষ্কার দেখা গিয়েছে , গাড়ির পিছনের সিটে বসা এক পুরুষ এবং তাঁর মহিলা সঙ্গী সঙ্গমরত অবস্থায় রয়েছেন । এতটাই মগ্ন তাঁরা যে , কোথায় , কোন পরিস্থিতিতে এই কাণ্ড ঘটছে , তার হুঁশ ছিল না ।

advertisement

এ দিকে, গাড়ির কাঁচ নামানো থাকায় তাঁদের দু'জনের  আচরণ স্পষ্ট দেখা গিয়েছে রাস্তার পাশের সেই বাড়ি থেকেও । তবে মুখ দেখা যায়নি তাঁদের কারও । তবে নম্বর প্লেট থেকে জানা গিয়েছে, গাড়িটি রাষ্ট্রসঙ্ঘের ট্রুস সুপারভিশান সংস্থার । ভাইরাল ভিডিও প্রসঙ্গে রাষ্ট্রসঙ্ঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছে , ভিডিয়োটি তেল আভিভের হা ইয়ারকন স্ট্রিটে তোলা । এমন একটি ভিডিও প্রকাশ্যে আসায় রাষ্ট্রপুঞ্জ অত্যন্ত বিব্রত । তিনি আরও জানান, তদন্ত শুরু হয়েছে। ওই আধিকারিককে দ্রুত চিহ্নিত করা যাবে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, যৌন অসদাচরণ এবং শোষণের বিরুদ্ধে কঠোর রাষ্ট্রসঙ্ঘ । অর্থের বিনিময়ে যৌন সঙ্গম করাও নিষিদ্ধ । তবে, গাড়িতে থাকা ওই আধিকারিক এবং তাঁরা সঙ্গিনী নিজেদের সম্মতিতে শারীরিক মিলনে লিপ্ত হয়েছিলেন নাকি অর্থের বিনিময়ে , তা এখনও পরিষ্কার নয়।

বাংলা খবর/ খবর/বিদেশ/
রাষ্ট্রসঙ্ঘের চলন্ত গাড়ির পিছনের সিটে সঙ্গমে লিপ্ত যুগল, ভিডিও ভাইরাল হতেই তদন্ত শুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল