এমনিতেই গোটা ভেনেজুয়েলা জুড়ে অর্থ সঙ্কট ৷ তারই মাঝে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেসিডেন্ট মাদুরো ৷ সোমবার টেলিভিশনে ১০০ বলিভারের নোট বাতিলের ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ৷ দেশের মানুষকে ১০ দিন সময় দিয়েছিলেন নোট পরির্বতনের জন্য ৷
ভেনেজুয়েলার মোট নোটের ৪৮ শতাংশ ১০০ বলিভারের নোট ও কয়েন রয়েছে। এর সংখ্যা প্রায় ৬০০ কোটি। মাদুরো জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই নোট ও কয়েন তুলে নেওয়া হবে।
advertisement
ভেনেজুয়েলায় নোট বাতিলের সিদ্ধান্তে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ১০০ বলিভার মানের নোট বাতিল করায় বিক্ষোভ করছে দেশটির মানুষ।
বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালাচ্ছে। সড়ক অবরোধসহ যানবাহনে হামলা চালাচ্ছে। পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছে তাদের। আর এরই জেরে আপাতত স্থগিত রাখা গেল নোট বাতি্ল সিদ্ধান্ত ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2016 11:35 AM IST
