TRENDING:

দেশের মানুষের প্রতিবাদে পিছিয়ে গেল নোট বাতিল বিল !

Last Updated:

নোট বাতিলের সিদ্ধান্তে অনড় রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে নোট বাতিল সিদ্ধান্ত থেকে পিছু হটতে হল ভেনেজুয়েলার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কারাকাস: নোট বাতিলের সিদ্ধান্তে অনড় রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে নোট বাতিল সিদ্ধান্ত থেকে পিছু হটতে হল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ৷ শনিবারই ভেনেজুয়েলাতে নতুন কারেন্সি বিল আনার ঘোষণা করার কথা ছিল ৷ কিন্তু সাধারণ মানুষের প্রতিবাদে আপাতত, তা পিছিয়ে গেল ৷
advertisement

এমনিতেই গোটা ভেনেজুয়েলা জুড়ে অর্থ সঙ্কট ৷ তারই মাঝে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেসিডেন্ট মাদুরো ৷ সোমবার টেলিভিশনে ১০০ বলিভারের নোট বাতিলের ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ৷ দেশের মানুষকে ১০ দিন সময় দিয়েছিলেন নোট পরির্বতনের জন্য ৷

ভেনেজুয়েলার মোট নোটের ৪৮ শতাংশ ১০০ বলিভারের নোট ও কয়েন রয়েছে। এর সংখ্যা প্রায় ৬০০ কোটি। মাদুরো জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই নোট ও কয়েন তুলে নেওয়া হবে।

advertisement

ভেনেজুয়েলায় নোট বাতিলের সিদ্ধান্তে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ১০০ বলিভার মানের নোট বাতিল করায় বিক্ষোভ করছে দেশটির মানুষ।

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালাচ্ছে। সড়ক অবরোধসহ যানবাহনে হামলা চালাচ্ছে। পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছে তাদের। আর এরই জেরে আপাতত স্থগিত রাখা গেল নোট বাতি্ল সিদ্ধান্ত ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
দেশের মানুষের প্রতিবাদে পিছিয়ে গেল নোট বাতিল বিল !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল