TRENDING:

Jackpot: লটারিতে ৪১ কোটি! গৃহহীন মহিলা কপালের জোরে রাতারাতি কোটিপতি

Last Updated:

Jackpot: এখনও এই পরিবর্তন তিনি বিশ্বাস করতে পারছেন না। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্যালিফর্নিয়া : গত ৬ বছর তাঁর মাথার উপর কোনও ছাদ ছিল না। আজ তিনি কোটিপতি। ক্যালিফর্নিয়ায় লটারিতে ৫ মিলিয়ন ডলার জেতার পর রাতারাতি বদলে গিয়েছে লুসিয়া ফোরসেথের জীবন। পেনসিলভানিয়ার পিটসবার্গে ওয়ালমার্ট থেকে তিনি কিনেছিলেন লটারি। তার পরই স্যাক্রামেন্টোর বাসিন্দা লুসিয়া গৃহহীন থেকে কয়েক কোটি অর্থের মালকিন। এখনও এই পরিবর্তন তিনি বিশ্বাস করতে পারছেন না। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছেন।
advertisement

তিনি বলেছেন, ‘‘আমি চোখ বন্ধ করে একটা টিকিট কিনেছিলাম। সেটাতেই পুরস্কার পেয়েছি। প্রথমে ভেবেছিলাম আমি কিছুই পাইনি। তার পর দেখি ৫ মিলিয়ন ডলার জিতেছি। ৬ বছর আগে আমি গৃহহীন হই। এ বছর আমি বিয়ে করছি। অ্যাসোসিয়েট ডিগ্রি পাচ্ছি। আবার ৫ মিলিয়ন ডলারও জিতলাম।’’ আমার সঙ্গে যে এরকম কোনওদিন হতে পারে, ভাবতেই পারিনি।

advertisement

প্রসঙ্গত ৫ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ কোটি ৮৬ লক্ষ ৪৮ হাজার ৭৫০ টাকা। যার মানে, ভারতীয় মুদ্রায় লুসিয়া প্রায় ৪১ কোটি টাকার মালিক।

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

শুধু কপালের জোরে শুধুমাত্র একটা টিকিট স্ক্র্যাচ করে ক্যালিফর্নিয়ার নতুন মাল্টিমিলিয়নেয়ার হয়ে গেলেন লুসিয়া। ক্যালিফর্নিয়ার লটারির পক্ষ থেকে জানানো হয়েছে লটারি বিক্রি করে প্রাপ্ত টাকা জনশিক্ষামূলক প্রকল্পে ব্যবহার করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Jackpot: লটারিতে ৪১ কোটি! গৃহহীন মহিলা কপালের জোরে রাতারাতি কোটিপতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল