সন্তানকে দেখভালের কর্তব্যে গাফিলতির দায়ে জেসিকাকে এল পাসো কাউন্টির কারাগারে বন্দি করা হয়৷ পরে আর্থিক বন্ডের বিনিময়ে তাঁকে মুক্তি দেওয়া হয়৷ দুর্ঘটনার পর ওয়াটার পার্কের চার ফুট গভীর সুইমিং পুল থেকে শিশুপুত্রের নিথর দেহ উদ্ধার করা হয়৷ অভিযোগ, ওয়াটার পার্কে নিয়ম থাকলেও ওই শিশু কোনও লাইফ ভেস্ট পরে ছিল না৷ যদিও সুইমিং পুলের নিয়ম অনুযায়ী ৬ বছরের কম বয়সি শিশুদের পরনে লাইফ ভেস্ট থাকতেই হবে৷ তাঁরা যত ক্ষণ সুইমিং পুলে থাকবে, তত ক্ষণ নজরদারির জন্য এক জন প্রাপ্তবয়স্ককেও থাকতে হবে৷
advertisement
তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওয়াটার পার্কে জেসিকা ঘণ্টাখানেকের বেশি সময় ধরে নিজের ফোন নিয়েই ব্যস্ত ছিলেন৷ সমানে সেলফি ও অন্যান্য ছবি তুলছিলেন৷ এমনকি, প্রত্যক্ষদর্শীরা এ কথাও বলেছেন যে সুইমিং পুলের নীচ থেকে শিশুর নিথর দেহ তুলে আনার মিনিট সাতেক আগেও জেসিকা গান গাইছিলেন৷ মগ্ন ছিলেন মোবাইল ফোনে৷