ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, “পুতিন নিজেই বলেছেন যে প্রয়োজনে তিনি জেলেনস্কির সাথে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু চুক্তির আইনি ভিত্তি নিয়ে আলোচনা প্রয়োজন কারণ জেলেনস্কির বৈধতা প্রশ্ন নিয়ে প্রশ্ন রয়েছে।”
আরও পড়ুন: বুধবার থেকে রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি, সঙ্গে টানা বজ্রপাত! ভিজবে বহু জেলা, কত দিন চলবে?
মঙ্গলবার রাশিয়া এবং আমেরিকার কূটনীতিকরা সৌদি আরবে আলোচনায় বসেন। তারপরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তথা ইউক্রেনকে সাহায্য করা নিয়ে আমেরিকা কী পদক্ষেপ করে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাই, এই সাক্ষাতের ঘটনায় ইউক্রেন এবং ইউরোপে উদ্বিগ্ন।
advertisement
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আলোচনায় বসেছিলেন, তার পাশে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফও ছিলেন। লাভরভের সঙ্গে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্টের সিনিয়র সহকারী ইউরি উশাকভ। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাদ বিন মোহাম্মদ আল-আইবানও উপস্থিত ছিলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এই বৈঠক নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, কিয়েভকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি। ইউরোপীয় নেতারা সোমবার প্যারিসে জরুরি আলোচনায় মিলিত হন। ট্রাম্প চাইছেন দ্রুত বন্ধ হোক রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার কাছে অবশ্য এটাই সুযোগ। এই বৈঠকের পরে আদৌ জেলেনস্কি-পুতিন মিলিত ভাবে আলোচনায় বসেন কি না সেটাই দেখার।