TRENDING:

চাঁদ তো মঙ্গলেরই অংশ! নাসা-কে আক্রমণ করে 'ধোঁয়াশা' ট্যুইট ট্রাম্পের

Last Updated:

নাসা কয়েক দিন আগেই জানায়, ২০২৪ সালের মধ্যে ফের চাঁদের মাটিতে পা রাখতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ হোয়াইট হাউস নাসা-র বক্তব্যে সম্মতিও জানায়৷ শুক্রবার হঠাত্‍‌ মার্কিন প্রেসিডেন্টের ট্যুইটে নাসা-কে সরাসরি আক্রমণ করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন ডিসি: ঠিক বোঝা যাচ্ছে না৷ গোটা বিশ্বই ধোঁয়াশায়৷ বুঝতে পারছে না নাসা-ও৷ এ টুকু বোঝা যাচ্ছে, নাসা-র উপর বেজায় রেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ চাঁদে অভিযান নিয়ে নাসা-কে ট্যুইটারে তুলোধনা করলেন ট্রাম্প৷ ট্রাম্পের বক্তব্য, ফের চাঁদের মাটিতে যাচ্ছে বলে যে প্রচার শুরু করেছে নাসা, তা বন্ধ হওয়া উচিত৷ ট্রাম্পের দাবি, চাঁদ হল মঙ্গলগ্রহেরই একটি অংশ৷ যার নির্যাস, টোটাল কনফিউশন!
advertisement

ট্রাম্প ট্যুইটারে লিখেছেন, 'আমরা এত এত টাকা খরচ করছি, চাঁদে যাওয়ার আলোচনা বন্ধ করা উচিত নাসা-র৷ আমরা ৫০ বছর আগেই চাঁদে গিয়েছি৷ আরও বড় লক্ষ্যে দিকে তাকিয়ে কাজ করছি আমরা৷ নাসা-র উচিত সে দিকে ফোকাস করা৷ যেমন মঙ্গলগ্রহ (মঙ্গলগ্রহেরই একটি অংশ চাঁদ), প্রতিরক্ষা ও বিজ্ঞান!'

advertisement

নাসা কয়েক দিন আগেই জানায়, ২০২৪ সালের মধ্যে ফের চাঁদের মাটিতে পা রাখতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ হোয়াইট হাউস নাসা-র বক্তব্যে সম্মতিও জানায়৷ শুক্রবার হঠাত্‍‌ মার্কিন প্রেসিডেন্টের ট্যুইটে নাসা-কে সরাসরি আক্রমণ করেন৷ ট্রাম্পের ট্যুইট অবশ্য কিছুই বুঝতে পারছে না ওয়াকিবহাল মহল৷ বুঝতে পারেনি নাসা-ও৷

গত এপ্রিলেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ঘোষণা করেন, ২০২৪ সালের মধ্যেই চাঁদে পাড়ি দেবে মার্কিন যুক্তরাষ্ট্র৷ নাসা-র প্রশাসক জিম ব্রাইডেনস্টেইন আরও একধাপ এগিয়ে জানান, এ বার তাঁরা চাঁদে শুধু পা রাখবেন না৷ বসবাসেরও ব্যবস্থা হবে৷

advertisement

আরও ভিডিও: মহাকাশে প্রাণের খোঁজ, নয়া ঘোষণা নাসা-র

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
চাঁদ তো মঙ্গলেরই অংশ! নাসা-কে আক্রমণ করে 'ধোঁয়াশা' ট্যুইট ট্রাম্পের