ভারতে আইফোন বানানো নিয়ে আগেই অ্যাপল সিইও টিম কুককে হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার স্পষ্ট হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
advertisement
শনিবার এক্স হ্যান্ডলে ট্রাম্প হুমকি দিয়ে জানান, আইফোন আমেরিকাতেই তৈরি করতে হবে। এর বদলে ভারতে বা অন্য কোথাও আইফোন বানালে ২৫ শতাংশ কর চাপানোর হুমকি দেন ট্রাম্প।
advertisement
সমাজমাধ্যমে একটি পোস্ট করে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘বহু দিন আগে আমি অ্যাপেলের টিম কুককে বলেছি, আমি আশা করছি তাদের যে আইফোনগুলি ভারতে তৈরি হবে সেগুলি যেন আমেরিকাতেই তৈরি হয়, ভারত বা অন্য কোথাও নয়। যদি সেটা না হয়, আমেরিকাকে ২৫ শতাংশ কর দেবে অ্যাপল’।
advertisement
সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৬ সালের মধ্যে আমেরিকায় বিক্রি হওয়া আইফোনগুলির অধিকাংশই ভারতে তৈরি হওয়ার কথা। এর মধ্যেই ট্রাম্পের হুমকির জেরে ধাক্কা খেতে পারে ভারতে আইফোন তৈরি।
advertisement
ভারতে আইফোন তৈরি না হলে ভারতের বাজারে আইফোনের দাম বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। টিম কুক এই নিয়ে কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 23, 2025 6:11 PM IST