সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, শুক্রবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এ বিলটি পেশ করেন নিউ ইয়র্ক সিক্সথ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি গ্রেস মেং। পরে ভার্চুয়াস সাংবাদিক বৈঠকে প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিশ্বের নানা অংশে কোটি কোটি মানুষ দিওয়ালি পালন করেন। এই উৎসবে সামিল হয় কুইনস, নিউ ইয়র্ক এবং আমেরিকার অন্তত চল্লিশ লাখেরও বেশি নাগরিক। একারণেই দিওয়ালির দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিলটি দিওয়ালি উৎসব সম্পর্কে বিশদ তথ্যও তুলে ধরবে।” ট্যুইটেও এ’কথা জানিয়েছেন গ্রেস মেং।
advertisement
আরও পড়ু India-Australia Ties : ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্ক এখন টি-২০ মোডে, দ্বিপাক্ষিক বৈঠকের পর মন্তব্য মোদির
দিওয়ালি ডে অ্যাক্ট নামের এই বিল পাশ হলে দীপাবলির দিনটি আমেরিকার দ্বাদশ জাতীয় ছুটি হিসেবে গন্য হবে। নিউ ইয়র্কের কাউন্সিলের ভারতীয় বংশোদ্ভূত সদস্য শেখর কৃষ্ণণ নতুন বিলটিকে সমর্থন করে বলেন, “নিউ ইয়র্ক প্রশাসনে নির্বাচিত প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে এই বিলটিকে সমর্থন করে অত্যন্ত গর্বিত বোধ করছি।”
গত বেশ কয়েক বছর ধরে আলোর উৎসব পালন করা হয় হোয়াইট হাউসে। আর গত বছর দিওয়ালিকে ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করে পেনসিলভ্যানিয়া। মার্কিন ওই প্রদেশের সেনেটর নিখিল সাভাল এই ঘোষণা করে জানিয়ে দেন, সেনেটে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পাওয়া গিয়েছে এই প্রস্তাবে।
পরে ট্যুইট করে এই সুখবর জানিয়ে নিখিল সাভাল লিখেছিলেন, “পেনসিলভ্যানিয়ার সমস্ত বাসিন্দা, যাঁরা আলোর এই উৎসব পালন করেন তাঁদের স্বাগত”।