TRENDING:

Bill in US Congress for Diwali Holiday: দিওয়ালিকে জাতীয় ছুটি ঘোষণা করার বিল পেশ হল মার্কিন কংগ্রেসে

Last Updated:

দিওয়ালিকে জাতীয় ছুটি ঘোষণা করার প্রস্তাব সংক্রান্ত একটি বিল পেশ করা হল মার্কিন কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সদস্যের উদ্যোগে। মার্কিন মুলুকে নানা অংশ থেকেই সমর্থন এসেছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ-এর সদস্য গ্রেস মেংয়ের এই পদক্ষেপে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন (আমেরিকা) : দিওয়ালিকে জাতীয় ছুটি ঘোষণা করার প্রস্তাব সংক্রান্ত একটি বিল পেশ করা হল মার্কিন কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সদস্যের উদ্যোগে। মার্কিন মুলুকে নানা অংশ থেকেই সমর্থন এসেছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ-এর সদস্য গ্রেস মেংয়ের এই পদক্ষেপে।
advertisement

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, শুক্রবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এ বিলটি পেশ করেন নিউ ইয়র্ক সিক্সথ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি গ্রেস মেং। পরে ভার্চুয়াস সাংবাদিক বৈঠকে প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিশ্বের নানা অংশে কোটি কোটি মানুষ দিওয়ালি পালন করেন। এই উৎসবে সামিল হয় কুইনস, নিউ ইয়র্ক এবং আমেরিকার অন্তত চল্লিশ লাখেরও বেশি নাগরিক। একারণেই দিওয়ালির দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিলটি দিওয়ালি উৎসব সম্পর্কে বিশদ তথ্যও তুলে ধরবে।” ট্যুইটেও এ’কথা জানিয়েছেন গ্রেস মেং।

advertisement

আরও পড়ু India-Australia Ties : ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্ক এখন টি-২০ মোডে, দ্বিপাক্ষিক বৈঠকের পর মন্তব্য মোদির

দিওয়ালি ডে অ্যাক্ট নামের এই বিল পাশ হলে দীপাবলির দিনটি  আমেরিকার দ্বাদশ জাতীয় ছুটি হিসেবে গন্য হবে। নিউ ইয়র্কের কাউন্সিলের ভারতীয় বংশোদ্ভূত সদস্য শেখর কৃষ্ণণ নতুন বিলটিকে সমর্থন করে বলেন, “নিউ ইয়র্ক প্রশাসনে নির্বাচিত প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে এই বিলটিকে সমর্থন করে অত্যন্ত গর্বিত বোধ করছি।”

advertisement

গত বেশ কয়েক বছর ধরে আলোর উৎসব পালন করা হয় হোয়াইট হাউসে। আর গত বছর দিওয়ালিকে ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করে পেনসিলভ্যানিয়া। মার্কিন ওই প্রদেশের সেনেটর নিখিল সাভাল এই ঘোষণা করে জানিয়ে দেন, সেনেটে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পাওয়া গিয়েছে এই প্রস্তাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পরে ট্যুইট করে এই সুখবর জানিয়ে নিখিল সাভাল লিখেছিলেন, “পেনসিলভ্যানিয়ার সমস্ত বাসিন্দা, যাঁরা আলোর এই উৎসব পালন করেন তাঁদের স্বাগত”।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Bill in US Congress for Diwali Holiday: দিওয়ালিকে জাতীয় ছুটি ঘোষণা করার বিল পেশ হল মার্কিন কংগ্রেসে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল