শনিবার যখন ভোটগণনা শুরু হয়েছিল তখন বাইডেন শিবিরের হাতে ছিল ২৫৩টি ইলেকটোরাল ভোট। ২১৪ টি ভোট নিয়ে ট্রাম্প শিবির ধুঁকতে থাকলেও, নাটক জমে ওঠে জর্জিয়ায় নতুন করে গণনা শুরু হওয়ায়। আশায় বুক বাঁধতে থাকে ট্রাম্প শিবির। কিন্তু পেনসিলভেনিয়াই বাইডেনের ঝুলি ভরিয়ে দেয়। ফলে গণকারচুপি, পুনর্গণনা ইত্যাদি কোনও অভিযোগই আর ধোপে টিকল না। ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে মার্কিন মসনদের দখল নিলেন জো বাইডেনই।
advertisement
কিস্তিমাত করতে চলেছেন এমনটা ধরে নিয়েই ঘুঁটি সাজাচ্ছেন জো বাইডেন। যে করোনা মোকাবিলায় ব্যর্থতা ট্রাম্পকে ধরাশায়ী করল, প্রথম দিন থেকে তার মোকাবিলা করাই আপাতত পাখির চোখ সাম্ভব্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই দেশের করোনা পরিস্থিতি সামাল দেওয়াকেই তিনি সর্বাধিক অগ্রাধিকার দেবেন, আজ জানান জো বাইডেন৷ পাশাপাশি, অর্থনীতিকে চাঙ্গা করা, বর্ণ বৈষম্য দূর করার দিকেও তিনি জোর দেবেন বলে দাবি বাইডেনের৷