TRENDING:

Iran-Israel War: আর রক্ষে নেই! মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার এন্ট্রি নিল আমেরিকা়... তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ভয়ঙ্কর হুঁশিয়ারি ব্যাননের

Last Updated:

ইরানের অন্তত তিনটি পারমাণবিক কেন্দ্রে  হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার সেনা বাহিনী ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে।  অন্যদিকে ইজ়রায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা শনিবার ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে যাচ্ছে। ইজরায়েল তাঁকে হত্যার হুমকি দিচ্ছে৷ একই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও৷ এই পরিস্থিতিতে তাঁর উত্তরাধিকারী কে হবে, তা জানিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেই৷ বাঙ্কারে লুকিয়ে থাকা অবস্থাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দ্য নিউ ইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন: ইরান-ইসরায়েল সিদ্ধান্তের আগে স্টিভ ব্যাননের সঙ্গে ট্রাম্পের গোপন বৈঠক জল্পনা-কল্পনাকে আরও উসকে দিল। পলিটিকো দ্বারা নিশ্চিত করা এই বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হয়েছে যখন MAGA কূটনীতির জন্য চাপ প্রয়োগের জন্য অথবা পদক্ষেপ করার দাবি জানিয়েছে। ইরানের অন্তত তিনটি পারমাণবিক কেন্দ্রে  হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার সেনা বাহিনী ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে।  অন্যদিকে ইজ়রায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা শনিবার ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, তৃতীয় বিশ্বযুদ্ধ আর বেশি দূরে নেই।
advertisement

ন-দিনে পড়ল ইরান-ইজরায়েল যুদ্ধ।সংঘর্ষ থামার কোনও লক্ষ্মণ তো নেই, উল্টে তা আরও বাড়ছে। আমেরিকার সরাসরি হস্তক্ষেপেও পিছপা হচ্ছে না ইরান। ইরানের সরকারি সংবাদমাধ্যমে আমেরিকার উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে, ‘এর শেষ দেখে ছাড়ব। পশ্চিম এশিয়ায় থাকা প্রতিটি আমেরিকান নাগরিক ও সেনা এ বার থাকবে আমাদের নিশানায়।’ আমেরিকার হামলার পরই ইরানের নেতা হোসেইন শারিয়াতমাদরি তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এখন আমাদের বিলম্ব না করে পদক্ষেপ নেওয়ার পালা। প্রথম পদক্ষেপ হিসেবে, আমাদের বাহরাইনে মার্কিন নৌবহরের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাতে হবে এবং একইসঙ্গে আমেরিকান, ব্রিটিশ, জার্মান এবং ফরাসি জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিতে হবে।’ অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের কথায়, “সংঘাতের সম্ভাবনা বাড়ছে। এটা আমাদের সকলকেই প্রভাবিত করবে। এখনই শান্তিপূর্ণ সমাধানের রাস্তা খুঁজতে হবে।” বিশ্বযুদ্ধের ছায়া এখনও পুরোপুরি বাস্তবে নেমে না এলেও, পুতিনের এই বার্তা নিশ্চিতভাবেই বিশ্বের কাছে এক গভীর সতর্কতা।

advertisement

পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে যাচ্ছে। ইজরায়েল হত্যার হুমকি দিচ্ছে৷ একই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও৷ এই পরিস্থিতিতে তাঁর উত্তরাধিকারী কে হবে, তা জানিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেই৷ বাঙ্কারে লুকিয়ে থাকা অবস্থাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দ্য নিউ ইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে৷

আরও পড়ুন : নীচে ফুঁসছে প্লাবিত তিস্তা, গাছের মগডালে ফণা তুলে বিষধর সাপের তাণ্ডব! ভাইরাল ভিডিও দেখলে হাড়হিম!

advertisement

ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিজের উত্তরাধিকারী হিসেবে তিন জন মুসলিম ধর্মগুরুকে বেছে নিয়েছেন খামেনেই৷ তবে এই তালিকায় নিজের ছেলে মোজতাবাকে রাখেননি তিনি৷ এতদিন শোনা যাচ্ছিল, ইরানের পরবর্তী শাসক হিসেবে মোজাতাবাকে তৈরি করা হচ্ছে৷ ইরানের সরকারি আধিকারিকদের উদ্ধৃত করেই এই দাবি করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস৷ শুধু নিজের উত্তরাধিকারী নয়, ইজরায়েলের হামলায় ইরান সেনার যে কম্যান্ডাররা নিহত হয়েছেন, তাঁদের স্থলাভিষিক্ত কারা হবেন, সেই তালিকাও খামেনেই তৈরি করছেন বলে খবর৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran-Israel War: আর রক্ষে নেই! মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার এন্ট্রি নিল আমেরিকা়... তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ভয়ঙ্কর হুঁশিয়ারি ব্যাননের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল