TRENDING:

Terrorist Extradition : মুম্বই হামলার অভিযুক্ত তাহাউর রানাকে প্রত্যর্পণের নির্দেশ দিল আমেরিকার আদালত

Last Updated:

Terrorist Extradition : ১৬ মে সেই মামলার শুনানিতে ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জ্যাকলিন চুলজিয়ান মুম্বাই হামলার ওই অভিযুক্তকে প্রত্যপর্ণের ব্যাপারে সায় দেন। প্রত্যর্পণের জন্য ভারত যে দাবি জানিয়েছিল, তা খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁর ৪৮ পাতার রায়ে জানিয়েছেন বিচারক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন : মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার বাসিন্দা তাহাউর রানাকে প্রত্যর্পণের নির্দেশ দিল আমেরিকার একটি আদালত। বছর দুয়েক আগে রানাকে প্রত্যর্পণের আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। হোয়াইট হাউসের তরফে ভারতের সেই আবেদনে সাড়া দিয়ে রানাকে পাঠানোর ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছিল আদালতে।
advertisement

২০০৮ সালে ২৬ নভেম্বর দেশের বাণিজ্যনগরীতে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ যায় প্রায় ১৬৬ জনের। সেই হামলার তদন্তে এনআইএ জানিয়েছিল, পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবা রয়েছে এই ষড়যন্ত্রের পিছনে। মুম্বইয়ে সন্ত্রাসবাদী বিস্ফোরণে যুক্ত থাকার জন্য ২০২০ সালের জুন মাসে তাহাউর রানাকে গ্রেফতার করে প্রত্যর্পণের আবেদন জানিয়েছিল ভারত সরকার।

সেই আবেদনে পক্ষে সায় দেয় বাইডেন প্রশাসন। ভারতের প্রত্যর্পণের অনুরোধে মার্কিন যুক্তরাষ্ট্রে তাকে গ্রেফতার করা হয়। বাইডেন প্রশাসনেরT সেই নির্দেশের পর মামলাটি গড়ায় আদালতে। গত এপ্রিল মাসে ভারতের হাতে প্রত্যপর্ণ রুখতে মার্কিন আদালতে আবেদন করেছিল তাহাউর রানা।

advertisement

আরও পড়ুন  :    দাদা মুখ্যমন্ত্রী হয়নি, সন্তুষ্ট নই, জানালেন শিবকুমারের ভাই সাংসদ ডিকে সুরেশ

আর ১৬ মে সেই মামলার শুনানিতে ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জ্যাকলিন চুলজিয়ান মুম্বাই হামলার ওই অভিযুক্তকে প্রত্যপর্ণের ব্যাপারে সায় দেন। প্রত্যর্পণের জন্য ভারত যে দাবি জানিয়েছিল, তা খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁর ৪৮ পাতার রায়ে জানিয়েছেন বিচারক।

advertisement

মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির ঘনিষ্ঠ রানাকে পাঠানোর জন্য দেড় দশক আগে প্রথমবার আমেরিকার কাছে আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান থেকে আসা ১০ জন  জঙ্গির মুম্বইয়ে হামলার পরিকল্পনায় রানা প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে অভিযোগ করেছিল ভারত।

পরে ১৯৯৭ সালের দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের তরফে আবার আবেদন জানানো হয়। একপর ২০২০ সালে রানাকে গ্রেফতার করে আমেরিকার পুলিশ। মার্কিন আদালতের রায় জানার পর রানার প্রত্যর্পণ নিয়ে এনআইএ প্রক্রিয়া শুরু করেছে। কূটনৈতিক নিয়ম অনুসারে রানাকে ভারতে আনা হবে বলে জানা গেছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Terrorist Extradition : মুম্বই হামলার অভিযুক্ত তাহাউর রানাকে প্রত্যর্পণের নির্দেশ দিল আমেরিকার আদালত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল