TRENDING:

Monkeypox Disease: মাঙ্কিপক্স ছড়াচ্ছে, এবার ধরা পড়ল আমেরিকাতে! ভাইরাসের সংক্রমণে আতঙ্ক

Last Updated:

কানাডায় ভ্রমণ করা ওই ব্যক্তির মধ্যে মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ ঘটেছে। (Monkeypox Disease)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউ ইয়র্ক: বাড়তে শুরু করেছে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব। এই ভাইরাসে একাধিক আক্রান্তের খবর মিলছে পশ্চিমী বিশ্ব থেকে। ইউকে-তে ইতিমধ্যেই পর পর কয়েকজন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। এবার ধরা পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রে। কানাডা ভ্রমণকারী এক ব্যক্তির মধ্যে দেখা দিয়েছে মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ। বুধবার ম্যাসাচুসেটস ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ এই খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছে কানাডায় ভ্রমণ করা ওই ব্যক্তির মধ্যে মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ ঘটেছে। (Monkeypox Disease)
Monkeypox Disease
Monkeypox Disease
advertisement

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে জানানো হয়েছে ল্যাবে নমুনা পরীক্ষার মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে। সেই সঙ্গে এক বিবৃতিতে সিডিসি জানিয়েছে, এই ধরনের সংক্রমণ নিয়ে অযথা উদ্বেগের কোনও কারণ নেই, আক্রান্ত ব্যক্তি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থাও স্থিতিশীল। কানাডার পাবলিক হেলথ এজেন্সি বুধবার জারি করা এক বিবৃতিতে জানিয়েছে এই ধরনের সংক্রমণ সম্পর্কে তাঁরা সচেতন। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: মার্কিন বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সময় কী কী বিষয় মাথায় রাখা উচিত?

সাধারণত পশ্চিম এবং মধ্য আফ্রিকায় পশুদের থেকে মাঙ্কিপক্সে সংক্রমিত হন সাধারণ মানুষ। এক জনের থেকে অন্য জনের শরীরে সংক্রমণ ছড়ানোর ঘটনা বিরল। তবে সংক্রমিত ব্যক্তির সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতায় গেলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোয়বেক শহরে যৌন চিকিৎসার ক্লিনিকেই রোগীর শরীরে এই সংক্রমণের হদিশ মেলে সম্প্রতি। তবে সংক্রমিতের লালা, কফ এবং পুঁজ থেকেও ছড়াতে পারে সংক্রমণ।

advertisement

আরও পড়ুন: সাফল্যের দরজা! মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক পড়ুয়ারা কী কী সুবিধা উপভোগ করেন?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জ্বর, গায়ে ব্যথা, আকারে বড় বসন্তের মতো গায়ে গুটি গজিয়ে ওঠাকে আপাতত মাঙ্কিপক্সের উপসর্গ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফোস্কার মতো দেখতে যন্ত্রণাদায়ক গুটি হাতে, পায়ে এবং মুখে গজিয়ে উঠতে দেখলেও চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে। মাঙ্কিপক্সের একটি রূপ এতটাই ভয়ঙ্কর যে, আক্রান্তদের ১০ শতাংশ তাতে মারাও যেতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Monkeypox Disease: মাঙ্কিপক্স ছড়াচ্ছে, এবার ধরা পড়ল আমেরিকাতে! ভাইরাসের সংক্রমণে আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল