তখন আলেয়া রফিককে ঠিকমতো চিনতেও পারেনি। প্রথম সাক্ষাতেই দু’জনের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি এতটাই বেড়ে যায় যে রফিককে চড় মারেন আলেয়া। এ যেন ঠিক বলিউডের ছবি৷ প্রথমে ঝগড়া, তারপর মন দেওয়া নেওয়া৷ হাতাহাতির পর রফিক আলেয়াকে নিজে রেঁধে মাটন খাওয়ান। এত চমৎকার ছিল রান্না যে তা খেয়ে হাত চাটতে থাকেন আলেয়া এবং এর মধ্যেই মন দিয়ে ফেলেন রফিককে! ঝগড়া থেকে প্রেমে পাল্টে যায় তাদের সম্পর্ক৷
advertisement
পাকিস্তানি ইউটিউবার সৈয়দ বাসিত আলী এই দম্পতির গল্প শেয়ার করেছেন। রফিক জানান যে আলেয়ার সঙ্গে তার দেখা হয়েছিল রিক্সায়। এ সময় হাতাহাতি হয় এবং আলেয়া তাকে চড়ও দেন। আলেয়া রিক্সা থেকে নামার পর রফিক তার পিছু নেন এবং সে তার বাড়িতে পৌঁছে যান। রফিক বেশ কিছু দিন আলেয়ার বাড়িতে যেতে থাকেন কিন্তু কোনও কাজ হয় না। তারপর একদিন রফিক আলেয়াকে জানান যে তিনি ভাল রান্না করেন৷
এরপর আলেয়ার বাড়িতে যান রফিক। আলেয়ার নির্দেশে রফিক প্রথম দিনেই একটি বিশেষ মাটন হান্ডি তৈরি করেন। পদটি আলেয়ার এত পছন্দ হয়েছিল যে তিনি রফিকের প্রেমে পড়েছিলেন। আলেয়া বলেন, রফিকের মতো খাবার আর কেউ রান্না করতে পারে না। রফিক বাড়ির কাজ দেখাশোনা করেন আর আলেয়া অনলাইন ব্যবসা করেন।