TRENDING:

Iran Israel War: ইরানের মিসাইল হামলায় হত ২৫ ইজরায়েলি! প্রতিশোধের হুঙ্কার নেতানিয়াহুর

Last Updated:

ইরান-ইজরায়েল সংঘর্ষের ফলে মধ‍্যপ্রাচ‍্যে আরও বাড়ছে উত্তেজনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইরান-ইজরায়েল সংঘর্ষের ফলে মধ‍্যপ্রাচ‍্যে আরও বাড়ছে উত্তেজনা। বৃহস্পতিবার সপ্তম দিনেই আক্রমণ এবং প্রতি আক্রমণ চলেছে দুই দেশের মধ‍্যে। ইরানি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইজরায়েলের গুরুত্বপূর্ণ হাসপাতাল সরোকা ও তেল আভিভ স্টক এক্সচেঞ্জ ভবনে আঘাত হানে। অন‍্যদিকে সূত্রের খবর, ইরানের গুপ্ত পারমানবিক কেন্দ্রের কাছে থাকা জলের যোগানের কাছে হামলা চালিয়েছে ইজরায়েল।
ইরানের মিসাইল হামলায় হত ২৫ ইজরায়েলি! প্রতিশোধের হুঙ্কার নেতানিয়াহুর
ইরানের মিসাইল হামলায় হত ২৫ ইজরায়েলি! প্রতিশোধের হুঙ্কার নেতানিয়াহুর
advertisement

আরও পড়ুন: ‘একটা অফারও নেই’! সঞ্জয় লীলা বনশালিও বাঁচাতে পারল না ডুবতে থাকা কেরিয়ার? ১ বছর ধরে হাপিত্যেশ সুন্দরী নায়িকার

আরও পড়ুন: প্লেনের জানালায় এই ছোট্ট ছিদ্র কেন থাকে বলুন তো? নিরাপত্তার সঙ্গে বড় যোগ, ৯৯% লোকজনই জানেন না আসল কারণ

advertisement

সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইরানি বিমান হামলায় অন্তত ২৫ জন ইজরায়েলি প্রাণ হারিয়েছেন। ইরান আরও একটি মিসাইল হামলা চালানোর পরপরই ইজরায়েল জুড়ে সাইরেন বেজেছে। অন‍্যদিকে দুই দেশের কঠিন পরিস্থিতির মাঝেই বড় ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, “আমি করতেও পারি, নাও করতে পারি। মানে, কেউই জানে না আমি কী করব।” মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে, এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran Israel War: ইরানের মিসাইল হামলায় হত ২৫ ইজরায়েলি! প্রতিশোধের হুঙ্কার নেতানিয়াহুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল