TRENDING:

War in Ukraine: চোখে জল মুখে হাসি নিয়েই শপথপাঠ, গোলাবর্ষণের মধ্যেই বিয়ে প্রেমিক জুটির

Last Updated:

চোখে জল আর মুখে হাসি নিয়েই বিবাহিত জীবনের শপথ নিলেন ২৪ বছরের ভিয়াতোস্লাভ এবং ২১ বছর বয়সি ইয়ারিনা৷ (war in Ukraine)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কিয়েভ : আরও খারাপ হতে পারে পরিস্থিতি৷ এই আশঙ্কায় তড়িঘড়ি বিয়ে করে নিলেন ইউক্রেনীয় প্রেমিক যুগল৷ রাশিয়ার আক্রমণের (Russia Ukraine war) প্রথম দিনই বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন এই জুটি৷ চোখে জল আর মুখে হাসি নিয়েই বিবাহিত জীবনের শপথ নিলেন ২৪ বছরের ভিয়াতোস্লাভ এবং ২১ বছর বয়সি ইয়ারিনা৷ (war in Ukraine)
চোখে জল আর মুখে হাসি নিয়েই বিবাহিত জীবনের শপথ
চোখে জল আর মুখে হাসি নিয়েই বিবাহিত জীবনের শপথ
advertisement

এভাবে বিয়ের ইচ্ছে ছিল না তাঁদের৷ বিয়ের দিন ঠিক হয়েছিল মে মাসে৷ ইয়ারিনা ভেবেছিলেন নিপার নদীর তীরে কোনও রেস্তরাঁর খোলা ছাদে হয়তো নববধূ সেজে অপেক্ষা করবেন তিনি৷ কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় যুদ্ধ৷ রুশ আক্রমণের প্রথম দিনই তাঁরা বিয়ে করলেন ইউক্রেনের রাজধানী কিয়েভের সেন্ট মাইকেল গির্জায়৷

আরও পড়ুন : রণক্ষেত্রে সাইরেনের শব্দ শুনে দিন কাটছে মেয়ের, আতঙ্কের প্রহর গুনছেন বাবা মা

advertisement

হয়তো পরিস্থিতি আরও খরাপ হতে পারে৷ দেশের জন্য হাতে তুলে নিতে হতে পারে অস্ত্রও৷ করুণতম পরিস্থিতি হিসেবে প্রাণও বিসর্জন যেতে পারে সমরাঙ্গনে৷ তাই তার আগে চিরতরে নিজেদের জীবন একসঙ্গে বেঁধে ফেললেন এই তরুণ তরুণী৷ এই কথাই বলছেন কিয়েভ সিটি কাউন্সিলের ডেপুটি আরিয়েভা৷ তাঁর স্বামী পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার৷ দেশকে রক্ষা করতে তিনি সাহায্য করছেন লোকাল টেরিটোরিয়াল ডিফেন্স সার্ভিসকে৷

advertisement

আরও পড়ুন : অবশেষে উৎকণ্ঠা কাটিয়ে কিছুটা স্বস্তিতে পানাগড়ের সিং পরিবার

আরিয়েভার কথায়, ‘‘আমাদের শুধু একটা বর্ম দেওয়া হোক৷ আমরা যুদ্ধ করতে যাব৷ অন্যভাবেও আমরা সাহায্য করতে পারি৷ সেটা তাঁরাই ঠিক করবেন৷’’

বাংলা খবর/ খবর/বিদেশ/
War in Ukraine: চোখে জল মুখে হাসি নিয়েই শপথপাঠ, গোলাবর্ষণের মধ্যেই বিয়ে প্রেমিক জুটির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল