বুধবার ভোর থেকে ইরাকে অবস্থিত মার্কিনসেনার বেসক্যাম্পে মিসাইল হমলা করে ইরান৷ তাদের সেনা প্রধান সুলেমানি হত্যার বদলা নিতেই এই হামলা বলে জানায় ইরান৷ এরফলে ৮০জন মার্কিন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে বলে দাবিও জানায় ইরান সরকার৷ তবে এই হামলায় কারও মৃত্যু হয়নি বলে পাল্টা দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ কিন্তু এই যুদ্ধ ও হামলার বাতাবরণেই ভুল করে সাধারণ যাত্রীদের নিয়ে উড়ে যাওয়া ইউক্রেনের বিমানে হামলা চালিয়েছে ইরানই, দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের৷ স্যাটালাইট, রাডার ও ইলেকট্রনিক ডেটার ভিত্তিতে এই দাবি করা হয়েছে৷
advertisement
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইউক্রেন বিমান ভেঙে পড়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন৷ তেহরানে যেভাবে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি তাতে ইরানের ভুল থাকতে পারে মনে করেন তিনি৷ তিনি বলেছেন যে অনেকে বলছেন এটা যান্ত্রিক ত্রুটি তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কোনও কারণ হতে পারে৷ নিশ্চয়ই এই দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে৷ তাদের এই দাবিকে সমর্থন করেছে ইরাকও৷ যদিও এই নিয়ে এখনও মুখে খোলেনি ইরান৷