TRENDING:

Modi Putin Jinping Meeting: রবিবারই চিনে পুতিন- জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ! তার আগে কার ফোন পেলেন মোদি?

Last Updated:

এসসিও সম্মলনে যোগ দিতে সাত বছর পর আজই চিনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগে ফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমর জেলেনস্কির সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সমাজমাধ্যমে মোদি নিজেই একথা জানিয়েছেন৷ একই সঙ্গে জেলেনস্কিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেছেন, রাশিয়া সহ অন্যান্য দেশের নেতৃত্বকে যথাযথ সঙ্কেত দিতে প্রস্তুত রয়েছে ভারত৷
রবিবার চিনে পুতিন, জিনপিংয়ের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে মোদি৷
রবিবার চিনে পুতিন, জিনপিংয়ের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে মোদি৷
advertisement

এসসিও সম্মলনে যোগ দিতে সাত বছর পর আজই চিনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগামিকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সহ বিভিন্ন দেশের উপরে বিপুল শুল্কের বোঝা চাপানোর পর এই ত্রিপাক্ষিক বৈঠকের দিকে গোটা বিশ্ব আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছে৷

advertisement

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ফোন করার জন্য প্রেসিডেন্ট জেলেনস্কিকে ধন্যবাদ জানাই৷ চলতে থাকা সংঘাত, তার মানবিক দৃষ্টিকোণ এবং এই সংঘাতে ইতি টেনে পুনরায় শান্তি প্রতিষ্ঠা করা যায়, তা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে৷ সেই লক্ষ্যে যে কোনও প্রয়াসে ভারতের পূর্ণ সমর্থন থাকবে৷

শনিবার জেলেনস্কি মোদিকে জানিয়েছেন, ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সামনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি জানিয়েছেন যে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে ইউক্রেন তৈরি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

ইউক্রেনের প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইউক্রেনে যুদ্ধে বলি যাঁরা হয়েছেন তাঁদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা জানানোর জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাই৷ এসসিও বৈঠকের আগে আমরা নিজেদের অবস্থান স্পষ্ট করেছি৷ অবিলম্বে সংঘর্ষবিরতির মাধ্যমে এই যুদ্ধে ইতি টানার প্রচেষ্টা শুরু করা উচিত৷ এই অবস্থানকে প্রত্যেকেই সমর্থন জানাবে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Modi Putin Jinping Meeting: রবিবারই চিনে পুতিন- জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ! তার আগে কার ফোন পেলেন মোদি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল