advertisement
ব্রিটিশ প্রধানমন্ত্রীর এমন জবাবে সবাই যেন আকাশ থেকে পড়লেন। ওই সাংসদ তখন কিছু না বললেও পরে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন প্রধানমন্ত্রীর থেকে এই ব্যাপারে এরকম উত্তর আশা করেননি তিনি। ব্রিটেনের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল বের হল, আর প্রধানমন্ত্রীর কোনও ধারণাই নেই। পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন ওই লেবার পার্টির এমপির প্রশ্ন ঠিক মত শুনতে পাননি বরিস। ভারতে চলা কৃষক আন্দোলনের উপর নজর রয়েছে ব্রিটিশ বিদেশমন্ত্রকের। কয়েকদিন আগে যদিও ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকে কৃষক আন্দোলনকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে জানানো হয়েছিল। ব্রিটেন এর মধ্যে ঢুকবে না সেটাও পরিষ্কার করে দেওয়া হয়েছিল।
কৃষক আন্দোলন নিয়ে ব্রিটেন যে ওয়াকিবহাল সেটা সরকারিভাবে এই প্রথম জানা গেল। প্রধানমন্ত্রী জনসনের এমন উত্তরে এখন সোশ্যাল মিডিয়ায় হাসি-ঠাট্টা চলছে তাঁকে নিয়ে। অনেকে তাঁর পক্ষ নিয়ে জানাচ্ছেন সম্প্রতি ব্রেক্সিট নিয়ে ব্যস্ত থাকায় এই বিষয়ে মাথা দিতে পারেননি প্রধানমন্ত্রী। কিন্তু এতে চিঁড়ে ভিজবে না। কেউ বলছেন জোকার, কেউ বলছেন মূর্খ। এখন দেখার ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে এর সংশোধন হিসেবে আর কোনও মন্তব্য করেন কিনা।
Wriiten by Rohan Roy Chowdhury