TRENDING:

‘ভারত-পাক উত্তেজনা নিয়ে চিন্তিত...!’ কৃষক আন্দোলন প্রসঙ্গে হাসির খোরাক বরিস

Last Updated:

ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির এক সাংসদ তনমনজিত সিং ঢেসি জানতে চান ভারতে কৃষক আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর কী মত? জনসন জানান, "ভারত এবং পাকিস্তানের মধ্যে যা চলছে তা সত্যিই উদ্বেগজনক ৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: ব্রিটেনে বসবাসকারী ভারতীয়রা কৃষক আইনের প্রতিবাদে মিছিল বের করেছেন রাস্তায়। একবার নয়,বেশ কয়েকবার। লন্ডন, লিভারপুল, বার্মিংহাম-সহ বেশ কিছু জায়গায় শান্তিপূর্ণ প্রদর্শন করেছেন ভারতীয়রা। কানাডার শিখ সম্প্রদায় রাস্তায় প্রতিবাদের ঝড় তুলেছে। সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কৃষকদের নিয়ে উদ্বিগ্ন জানিয়ে চক্ষুশূল হয়েছেন ভারতের। আমেরিকান কংগ্রেসের আলোচনাতেও কৃষক আন্দোলন উঠে এসেছে। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কোনও ধারণা নেই এই আন্দোলন সম্পর্কে। ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির এক সাংসদ তনমনজিত সিং ঢেসি জানতে চান ভারতে কৃষক আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর কী মত? জনসন জানান, "ভারত এবং পাকিস্তানের মধ্যে যা চলছে তা সত্যিই উদ্বেগজনক । উত্তেজনা চরমে। এমন পরিস্থিতি কাম্য নয়। তবে ওটা দুই দেশের সমস্যা। আমাদের নাক না গলালেও চলবে।"
advertisement

advertisement

ব্রিটিশ প্রধানমন্ত্রীর এমন জবাবে সবাই যেন আকাশ থেকে পড়লেন। ওই সাংসদ তখন কিছু না বললেও পরে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন প্রধানমন্ত্রীর থেকে এই ব্যাপারে এরকম উত্তর আশা করেননি তিনি। ব্রিটেনের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল বের হল, আর প্রধানমন্ত্রীর কোনও ধারণাই নেই। পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন ওই লেবার পার্টির এমপির প্রশ্ন ঠিক মত শুনতে পাননি বরিস। ভারতে চলা কৃষক আন্দোলনের উপর নজর রয়েছে ব্রিটিশ বিদেশমন্ত্রকের। কয়েকদিন আগে যদিও ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকে কৃষক আন্দোলনকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে জানানো হয়েছিল। ব্রিটেন এর মধ্যে ঢুকবে না সেটাও পরিষ্কার করে দেওয়া হয়েছিল।

advertisement

কৃষক আন্দোলন নিয়ে ব্রিটেন যে ওয়াকিবহাল সেটা সরকারিভাবে এই প্রথম জানা গেল। প্রধানমন্ত্রী জনসনের এমন উত্তরে এখন সোশ্যাল মিডিয়ায় হাসি-ঠাট্টা চলছে তাঁকে নিয়ে। অনেকে তাঁর পক্ষ নিয়ে জানাচ্ছেন সম্প্রতি ব্রেক্সিট নিয়ে ব্যস্ত থাকায় এই বিষয়ে মাথা দিতে পারেননি প্রধানমন্ত্রী। কিন্তু এতে চিঁড়ে ভিজবে না। কেউ বলছেন জোকার, কেউ বলছেন মূর্খ। এখন দেখার ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে এর সংশোধন হিসেবে আর কোনও মন্তব্য করেন কিনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Wriiten by Rohan Roy Chowdhury

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
‘ভারত-পাক উত্তেজনা নিয়ে চিন্তিত...!’ কৃষক আন্দোলন প্রসঙ্গে হাসির খোরাক বরিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল