TRENDING:

ফের এভারেস্ট অভিযানে মৃত্যু মিছিল, মৃতের সংখ্যা ৬

Last Updated:

ফের এভারেস্ট অভিযানে মৃত্যু মিছিল, মৃতের সংখ্যা ৬

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাঠমান্ডু্: চলতি মরশুমের এভারেস্ট অভিযানেও মৃত্যু মিছিল। এভারেস্ট এক্সপিডিশনে গিয়ে মৃত্যু হল দুই নেপালি শেরপার । এ বছর এখনও পর্যন্ত এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ছয়।
advertisement

নিহতদের নাম হল পাসাং নরবু শেরপা এবং দামাই সারকি শেরপা। এর মধ্যে এক বিদেশি পর্বতারোহীকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু হয় দামাই সারকি শেরপার। সরকারি সূত্রে জানানো হয়েছে, পর্বতারোহণের প্রভূত অভিজ্ঞতা থাকলেও ওই বিদেশি পর্বতারোহীকে উদ্ধার করতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি হন দামাই সারকি শেরপার। পা ফসকে প্রায় ৬০ ফুট নীচে গর্তে পড়ে তাঁর মৃত্যু হয়।

advertisement

আরও পড়ুন

২০১৯ সালের লোকসভা নির্বাচনে পেট্রোলের আকাশছোঁয়া দামেই কি বিপাকে পড়বে মোদি সরকার ?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্যদিকে, অভিযান চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার মৃত্যু হয় পাসাং নরবু শেরপা। এভারেস্টের চূড়ার কিছু নীচেই ছিলেন তিনি । উল্লেখ্য, গত তিন সপ্তাহ ধরে নিখোঁজ পর্বতারোহনের আরেক গাইড শেরপা লামা বাবু । এখনও তাঁর কোনও খবর না মেলায় তিনি মৃত বলেই মনে করা হচ্ছে। এর আগে চলতি বছরে এই অভিযানে আরও তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে ।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
ফের এভারেস্ট অভিযানে মৃত্যু মিছিল, মৃতের সংখ্যা ৬