TRENDING:

Turkey Syria Earthquake: মৃত্যুপুরী তুরস্ক-সিরিয়া, ভূমিকম্পে মৃত্যুলীলা অব্যাহত, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৩০০

Last Updated:

২৪ ঘণ্টারও কম সময়ে ৩ বার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইস্তানবুন: মৃত্যুলীলা অব্যাহত তুরস্ক, সিরিয়ায়! গত ২৪ ঘণ্টায় তিনবার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। ধীরে ধীরে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে তুরস্ক এবং সিরিয়া। শেষ পাওয়া খবর অনুযায়ী, তুরস্ক ও সিরিয়ায় মোট মৃতের সংখ্যা ২৩০০ ছাড়িয়েছে।
advertisement

advertisement

সোমবার স্থানীয় সময় ভোর ৪টের সময় কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে  কম্পনের মাত্রা ছিল ৭.৮। কম্পনের উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কে। গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে। প্রথম কম্পনের ১১ থেকে ১৫ মিনিটের ব্যবধানে দ্বিতীয় বার কেঁপে ওঠে লেবানন, সিরিয়া এবং সাইপ্রাসের বিভিন্ন অংশ। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-র মতে, এই কম্পনের তীব্রতা ছিল ৬.৭। প্রায় দেড় মিনিট পর্যন্ত তার কম্পন অনুভূত হয়। এরপরে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তৃতীয়বার ভূমিকম্প হয় তুরস্কে। কম্পনের মাত্রা ছিল ৬। ভারতের তরফেও উদ্ধারকারী এবং চিকিৎসকদের দল পাঠানো হচ্ছে। এমনকি, সাহায্য পাঠানোর কথা ঘোষণা করেছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের শহর কাহরামানমারাস৷ এর পাশাপাশি আদিয়ামান, মালাটিয়া, দিয়ারবাকির শহরগুলিতেও ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে৷ পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলির মধ্যে অন্যতম তুরস্ক৷ গত একশো বছরে এই অঞ্চলে এটিই অন্যতম ভয়াবহ ভূমিকম্প বলে দাবি করা হচ্ছে৷ ১৯৯৯ সালে এই তুরস্কেই ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ প্রাণ হারান৷ তার মধ্যে ইস্তানবুলেই ১০০০ মানুষের মৃত্যু হয়৷ ২০২০ সালেও তুরস্কে দু'টি বড় ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Turkey Syria Earthquake: মৃত্যুপুরী তুরস্ক-সিরিয়া, ভূমিকম্পে মৃত্যুলীলা অব্যাহত, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৩০০
Open in App
হোম
খবর
ফটো
লোকাল