সংবাধমাধ্যমকে ট্রাম্প জানিয়েছেন, ‘যদি কেবল বৈধ ভোট গণনা করা হয় তাহলে নির্বাচনে আমিই জিতব ৷’তিনি আরও জানিয়েছেন, নির্বাচন নিয়ে আদলাত পর্যন্ত মামলা পৌঁছবে কারণ ‘এই প্রক্রিয়া সঠিক না ৷ নির্বাচনে এরকম প্রতারণা কিছুতেই সহ্য করব না ৷ মেল ইন ব্যালটের সম্বন্ধে আগেই জানিয়েছিলাম যে এটা ধ্বংসাত্মক প্রমাণিত হতে পারে ৷’
advertisement
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একাধিক রাজ্যে ভোট আরও একবার গণনা করার আবেদন নিয়ে ট্রাম্প নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ৷ পেনসিলভেনিয়ার ফিলেডেলফিয়ার আদালতে একটি মামলার শুনানি এখনও বাকি রয়েছে ৷ ট্রাম্প জানিয়েছেন অ্যারিজোনায় তিনি এগিয়ে রয়েছেন৷ অ্যারিজোনায় এখনও পর্যন্ত ৮৮ শতাংশ ভোট গণনা হয়েছে ৷ তবে প্রোজেকশনে বাইডেনের এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷
ট্রাম্প জানিয়েছেন নির্বাচন প্রক্রিয়া স্বচ্চ রাখা আমাদের লক্ষ্য ৷ এর জন্য আদালতের দ্বারস্থ হতে হলে তাই হবেন ৷ ট্রাম্পের অভিযোগ পোস্টাল ব্যালট ভোট নিয়ে কারচুপি করেছে ডেমোক্র্যাটরা ৷ তবে এখনও পর্যন্ত ট্রাম্প বা রিপাবলিকানরা কোনও প্রমাণ দিতে পারেনি ৷