TRENDING:

Bangladesh Trinamool BNP: শাসকের দাপটে কোণঠাসা বাংলাদেশের তৃণমূল! ওপার বাংলার ভোটে উল্টো ছবি

Last Updated:

আজ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন৷ মোট ৩০০ আসনের জন্য চলছে ভোটগ্রহণ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কট করেছে৷ কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে শাসক দল আওয়ামি লিগের বিরুদ্ধে ভোটের ময়দানে রয়েছে বেশ কয়েকটি দল৷ ঘটনাচক্রে সেই দলগুলির মধ্যে একটি অন্যতম দলের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে তৃণমূল নামটিও৷
আজ বাংলাদেশে ভোট৷ ছবি- রয়টার্স৷
আজ বাংলাদেশে ভোট৷ ছবি- রয়টার্স৷
advertisement

তবে এই তৃণমূলের সঙ্গে ওপার বাংলার তৃণমূলের সঙ্গে কোনও সম্পর্ক নেই৷ কারণ বাংলাদেশের এই দলটির নাম তৃণমূল বিএনপি৷ ২০১৫ সালে এই দলটি তৈরি হয় প্রধান বিরোধী দল বিএনপি ভেঙে৷ ঠিক অনেকটা যেভাবে এ রাজ্যে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস৷ বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী নাজমূল হুদা এই দলটি তৈরি করেছিলেন৷ তাঁকে বহিষ্কার করেছিল বিএনপি৷

advertisement

এ রাজ্যে অবশ্য তৃণমূলের যতটা দাপট, ওপার বাংলায় ততটাই কোণঠাসা বাংলাদেশের তৃণমূল বিএনপি৷ কারণ ভাল ফল দূরে থাক, শাসক দল আওয়ামি লিগের দাপটে অর্ধেকের বেশি আসনে প্রার্থীই দিতে পারেনি তারা৷

আরও পড়ুন: প্রতিপক্ষ মাঠে নেই, ভোটারদেরও দেখা নেই! শাকিবের সাংসদ হওয়া সময়ের অপেক্ষা

এবারের নির্বাচনে ১৪২টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল বিএনপি৷ যদিও বহু কেন্দ্রেই তাদের প্রার্থীরা প্রচারেই নামেননি৷ প্রথমে অবশ্য আরও বেশি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল বিএনপি৷ কিন্তু পরে শাসক দল আওয়ামি লিগের বিরুদ্ধে ভয় দেখানো সহ বিভিন্ন অভিযোগ তুলে তৃণমূল বিএনপি-র বহু প্রার্থীই নাম প্রত্যাহার করে নিয়েছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের বেতন জমিয়ে ঘুরছেন দেশে দেশে, 'এই' শিক্ষক একাই বদলে দিচ্ছেন পরিবেশের ভবিষ্যৎ
আরও দেখুন

২০১৫ সালে তৈরি হলেও ২০১৮ সালের নির্বাচনে লড়তে পারেনি তৃণমূল বিএনপি৷ কারণ বাংলাদেশের নির্বাচন কমিশনের স্বীকৃতি পায়নি তারা৷ পরে আদালতের নির্দেশে তৃণমূল বিএনপি-কে স্বীকৃতি দেয় সেদেশের নির্বাচন কমিশন৷ তার পরেই প্রথমবার বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনে লড়ছে তৃণমূল বিএনপি৷ তাদের প্রতীক সোনালি আঁশ৷ কিন্তু শক্তিশালী আওয়ামি লিগের সামনে তারা কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে, তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের মনে যথেষ্ট সংশয় রয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Trinamool BNP: শাসকের দাপটে কোণঠাসা বাংলাদেশের তৃণমূল! ওপার বাংলার ভোটে উল্টো ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল