তবে এই তৃণমূলের সঙ্গে ওপার বাংলার তৃণমূলের সঙ্গে কোনও সম্পর্ক নেই৷ কারণ বাংলাদেশের এই দলটির নাম তৃণমূল বিএনপি৷ ২০১৫ সালে এই দলটি তৈরি হয় প্রধান বিরোধী দল বিএনপি ভেঙে৷ ঠিক অনেকটা যেভাবে এ রাজ্যে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস৷ বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী নাজমূল হুদা এই দলটি তৈরি করেছিলেন৷ তাঁকে বহিষ্কার করেছিল বিএনপি৷
advertisement
এ রাজ্যে অবশ্য তৃণমূলের যতটা দাপট, ওপার বাংলায় ততটাই কোণঠাসা বাংলাদেশের তৃণমূল বিএনপি৷ কারণ ভাল ফল দূরে থাক, শাসক দল আওয়ামি লিগের দাপটে অর্ধেকের বেশি আসনে প্রার্থীই দিতে পারেনি তারা৷
আরও পড়ুন: প্রতিপক্ষ মাঠে নেই, ভোটারদেরও দেখা নেই! শাকিবের সাংসদ হওয়া সময়ের অপেক্ষা
এবারের নির্বাচনে ১৪২টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল বিএনপি৷ যদিও বহু কেন্দ্রেই তাদের প্রার্থীরা প্রচারেই নামেননি৷ প্রথমে অবশ্য আরও বেশি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল বিএনপি৷ কিন্তু পরে শাসক দল আওয়ামি লিগের বিরুদ্ধে ভয় দেখানো সহ বিভিন্ন অভিযোগ তুলে তৃণমূল বিএনপি-র বহু প্রার্থীই নাম প্রত্যাহার করে নিয়েছেন৷
২০১৫ সালে তৈরি হলেও ২০১৮ সালের নির্বাচনে লড়তে পারেনি তৃণমূল বিএনপি৷ কারণ বাংলাদেশের নির্বাচন কমিশনের স্বীকৃতি পায়নি তারা৷ পরে আদালতের নির্দেশে তৃণমূল বিএনপি-কে স্বীকৃতি দেয় সেদেশের নির্বাচন কমিশন৷ তার পরেই প্রথমবার বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনে লড়ছে তৃণমূল বিএনপি৷ তাদের প্রতীক সোনালি আঁশ৷ কিন্তু শক্তিশালী আওয়ামি লিগের সামনে তারা কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে, তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের মনে যথেষ্ট সংশয় রয়েছে৷