Bangladesh Election 2024: প্রতিপক্ষ মাঠে নেই, ভোটারদেরও দেখা নেই! শাকিবের সাংসদ হওয়া সময়ের অপেক্ষা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই চার প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী প্রচারেই নামেননি৷ কংগ্রেস প্রার্থী নামমাত্র প্রচার চালিয়েছেন৷
ঢাকা: বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা জিতেছেন৷ প্রথমবার নির্বাচনে নেমেও জয় প্রায় নিশ্চিত বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসানের৷ একসময়ের সতীর্থ মাশরাফি মোর্তাজার মতোই সাংসদ হওয়ার পথে শাকিব৷
আজ, রবিবার বাংলাদেশে নির্বাচন৷ ক্ষমতাসীন দল শেখ হাসিনার আওয়ামি লিগের হয়ে মগুরা-১ কেন্দ্র থেকে সাংসদ পদপ্রার্থী শাকিব৷ এ দিন সকালে সপরিবারে ভোটও দিয়ে দিয়েছেন তারকা এই অলরাউন্ডার৷ ক্রিকেট মাঠে ব্যাটে-বলে কঠিন প্রতিদ্বন্দ্বীদের সামলাতে হলেও ভোটের ময়দানে শাকিবের বিরুদ্ধে সেরকম শক্ত প্রার্থী কেউ নেই৷ বলা ভাল, শাকিবের সাংসদ হওয়া এখন সময়ের অপেক্ষা৷ বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, শাকিব কত ভোটে জেতেন, সেটাই একমাত্র কৌতূহলের বিষয়৷ কারণ সকাল থেকে শাকিবের কেন্দ্রেও সেভাবে ভোটারদের উৎসাহ চোখে পড়েনি৷ শাকিবের অবশ্য আশা, বেলা বাড়লে ভোটগ্রহণ কেন্দ্রে ভিড় বাড়বে৷
advertisement
advertisement
সদর উপজেলার একাংশ এবং শ্রীপুর এলাকা নিয়ে গঠিত বাংলাদেশের মগুরা-১ সংসদ এলাকাটি৷ এই কেন্দ্রে শাকিবের বিপক্ষে মোট চারজন প্রার্থী রয়েছেন৷ তাঁরা হলেন বাংলাদেশ কংগ্রেসের কাজি রেজাউল হোসেন, জাতীয় পার্টির সিরাজুস সায়েফিন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা এবং তৃণমূল বিএনপি-র সঞ্জয় কুমার সাহা৷
advertisement
এই চার প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী প্রচারেই নামেননি৷ কংগ্রেস প্রার্থী নামমাত্র প্রচার চালিয়েছেন৷ ফলে শাকিবের জয় নিয়ে কোনও সংশয় নেই আওয়ামি লিগের কর্মী, সমর্থকদের৷
রাজনীতিতে যোগ দিয়ে বাংলাদেশের বহু ক্রিকেটপ্রেমীর বিরাগভাজন হয়েছেন শাকিব৷ ভোটে শেষ পর্যন্ত সাংসদ হিসেবে তিনি মানুষের মন জয় করতে পারেন কি না, তা অবশ্য সময় বলবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2024 10:51 AM IST