পরপর ৭টি ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৭.৭, ৭.০, ৫.০, ৪.৯, ৪.৪, ৪.৩, ৪.৩৷ একের পর এক ভূমিকম্পের ধাক্কায় আতঙ্কের মাত্রা কমছেই না৷ মায়ানমারের একাধিক ভূমিকম্পের ধাক্কায় ব্যাঙ্ককেও চরম আতঙ্ক৷ ব্যাঙ্ককে জারি এমার্জেন্সি অ্যালার্ট৷ ঘটনার পর স্টক এক্সচেঞ্জে শেয়ার কেনাবেচা বন্ধ হয়ে যায়৷
advertisement
ব্যাংককে একাধিক মর্মান্তিক ভিডিও সামনে আসার পর যে ভিডিও আতঙ্ক ধরিয়ে দিচ্ছে তা হল একটি ট্রেন যা রেল লাইনে দাঁড়িয়েছিল তা থরথর করে কাঁপছে৷
দেখে নিন আতঙ্কের সেই ভাইরাল ভিডিও
ভূমিকম্পে, যা উত্তর থাইল্যান্ডকে তীব্রভাবে কেঁপে ওঠে, যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ সাময়িকভাবে পরিষেবা স্থগিত করেছে৷ এখানে ট্রেনের এরকম ভাবে কেঁপে ওঠার ঘটনায় আতঙ্কের চরম সীমা ছাড়িয়ে যায়৷
সারা পৃথিবীর কাছে সাহায্যের আবেদন করেছে মায়ানমার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রিখটার স্কেলে মায়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর “উদ্বিগ্ন” বলে প্রকাশ করেছেন৷ ব্যাংকক শহরেও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই মারাত্মক ভূমিকম্পের কারণে কলকাতা এবং ইম্ফল সহ ভারতের বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূব হয়েছে।
এক্স (পূর্বে ট্যুইটার) -এ একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে ভারত সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। নিজের ট্যুইটে তিনি বলেছেন,মায়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্পের পরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সকলের নিরাপত্তা এবং সুস্থতার জন্য প্রার্থনা করছি। ভারত সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। এই বিষয়ে, আমাদের কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়াও, বিদেশ মন্ত্রককে মায়ানমার এবং থাইল্যান্ড সরকারের সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে।