টিফানি জব পেশায় একজন নার্স। আট বছর বয়সী যমজ ছেলের মা, ২০২০ সালের মার্চ মাসে একটি ওয়ার্কআউটের সময় তার ডান পাঁজরে ব্যথা অনুভব করেছিলেন। তিনি ভেবেছিলেন, ওয়ার্কআউটের সময় পেশীতে স্ট্রেন হতে পারে। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই ব্যথা তীব্র হয়ে ওঠে। এর পর তাঁর গলা ফুলে যায়। চিকিৎসকদের কাছে গিয়ে দেখা যায় তার ফুসফুসে টিউমার রয়েছে। সেটি তাঁর ঘাড় ও হাড়ে ছড়িয়ে পড়েছে।
advertisement
আরও পড়ুন- আফগানিস্তানে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান! ভারতীয় বিমান কি না জানাল কেন্দ্র
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যানসার নিয়ে কথা বলার সময় টিফানি বলেছিলেন, আমি অনুভব করছি যে আমার সাথে যা হয়েছে, তা হতে পারে না। আমি বড় ধাক্কা খেলাম। ৪০ বছরের কমবয়সী ব্যক্তিদের মধ্যে কোলন এবং অ্যাপেনডিক্স ক্যান্সারের বৃদ্ধি চিকিৎসকদের ভাবিয়ে তুলছে। ফুসফুসের ক্যান্সার আজকাল দ্রুত বাড়ছে, বিশেষ করে মহিলাদের মধ্যে।
ফুসফুসে অস্বাভাবিক কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারণে ফুসফুসের ক্যান্সার হতে পারে। এই কোষগুলি টিউমার গঠন করে, যা ফুসফুস এবং শরীরের অন্যান্য অংশের চারপাশের টিস্যুতে ছড়িয়ে পড়তে পারে। যদিও টিফানির ঘটনাটি অস্বাভাবিক, তবে ফুসফুসের ক্যান্সার যে কেউ আক্রান্ত হতে পারেন। মত চিকিৎসকদের।
আরও পড়ুন- মলদ্বীপের ভারত ‘বিরোধী’ মনোভাব! মাসুল দিতে গিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরের
ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ
– অবিরাম কাশি, যা তিন সপ্তাহের বেশি স্থায়ী হয়।
– কাশির সঙ্গে রক্ত।
– শ্বাস নিতে সমস্যা।
-বুকে ব্যাথা, খিদে ও – ক্লান্তি ওজন কমে যাওয়া। প্রচণ্ড ক্লান্তিও হতে পারে।