TRENDING:

‘China Is Past’: চিনকে আটকাতে ইসলামাবাদকে আর্থিক সাহায্য করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, বাজেটে বরাদ্দ হতে পারে প্রায় ১০০০ মিলিয়ন ডলার

Last Updated:

‘China Is Past’: মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এ প্রসঙ্গে বলেছেন, "আশা করব, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে পাকিস্তান এই অর্থ ব্যবহার করবে"। চলতি দশকের শুরু থেকেই পাকিস্তানের আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল৷ রাজনৈতিক স্থিতিশীলতাও অভাবও রয়েছে প্রকটভাবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন: বেশ কয়েকবছর ধরেই চিন পাকিস্তানকে আর্থিক সহযোগিতা করে চলেছে৷ এর ফলে ইসলামাবাদের উপর চিনের আধিপত্যও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ পাকিস্তানের বেশ কিছু জায়গা কার্যত চীন ব্যবহার করছে৷ কিন্তু এই দুই দেশের বন্ধুত্বের সম্পর্ককে মোটেই ভাল ভাবে নিচ্ছেন না মার্কিন যুক্তরাষ্ট্র৷ এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র তাঁর বাজেটে ইসলামাবাদের জন্য প্রায় ১০০ মিলিয়ন ডলার অর্থ বরাদ্দ করতে চায়৷
পাকিস্তানকে আর্থিক সাহায্যের ইচ্ছে প্রকাশ মার্কিন যুক্তরাষ্ট্রের (Image: Reuters/Representative)
পাকিস্তানকে আর্থিক সাহায্যের ইচ্ছে প্রকাশ মার্কিন যুক্তরাষ্ট্রের (Image: Reuters/Representative)
advertisement

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এক প্যানেলে জানিয়েছেন এই বিপুল পরিমাণ অর্থ ইসলামাবাদকে দেওয়ার অন্যতম কারণ, সেই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করে তোলা৷

আরও পড়ুন:সরকারি নথিতে মৃত, নিজেকে জীবিত প্রমাণ করতে ঘটালেন এই ভয়ঙ্কর ঘটনা!

তিনি এ প্রসঙ্গে বলেছেন, “আশা করব, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে পাকিস্তান এই অর্থ ব্যবহার করবে”। চলতি দশকের শুরু থেকেই পাকিস্তানের আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল৷ রাজনৈতিক স্থিতিশীলতাও অভাবও রয়েছে প্রকটভাবে৷

advertisement

এমন অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবে অশান্ত পাকিস্তানের জন্য এই ধরনের আর্থিক সাহায্য পৃথিবীর জিও পলিটিকসে এক নতুন মাত্রা সংযোজিত করবে৷ লু আরও যোগ করেছেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র বেজিংয়ের উপর ইসলামাবাদের অতিরিক্ত নির্ভরতা প্রতিরোধ করতে চাইছে। বিনিয়োগের ক্ষেত্রে চীন অতীত; আমরাই ভবিষ্যত’’৷

আরও পড়ুন:ছুরির আঘাতে জার্মানিতে নিজের বিলাসবহুল প্রাসাদে মৃত রোলস রয়েসের প্রাক্তন ডিজাইনার ইয়ান ক্যামেরন

advertisement

তিনি এছাড়াও অভিযোগ করেছেন ‘‘পাকিস্তান চীনের নতুন শিকার। আমরা জানি চিন পাকিস্তানকে সম্পূর্ণভাবে দখল করেছে৷ পাকিস্তানের মাটিতে চিনা ফাঁড়ি এবং রাস্তা, মিলিটারি মোতায়েন করা হচ্ছে৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তানকে এই আর্থিক সাহায্যের সিদ্ধান্ত পৃথিবার জিও পলিটিক্সে কী প্রভাব ফেলবে অপেক্ষা তারই৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
‘China Is Past’: চিনকে আটকাতে ইসলামাবাদকে আর্থিক সাহায্য করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, বাজেটে বরাদ্দ হতে পারে প্রায় ১০০০ মিলিয়ন ডলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল